ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রোমিং গ্রাহকের জন্য ‘রবি ট্রাভেলার’ অ্যাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
রোমিং গ্রাহকের জন্য ‘রবি ট্রাভেলার’ অ্যাপ

ঢাকা: রোমিং গ্রাহকদের বিশেষ সেবা দিতে দেশে প্রথমবারের মতো ‘রবি ট্রাভেলার’ নামে একটি অ্যাপ চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
 
অ্যাপটির মাধ্যমে রবি গ্রাহকরা স্থানীয় ও রোমিং বিল জানার পাশাপাশি ব্যবহারের পরিমাণ, যে দেশে যাবেন সেখানকার রেটসহ বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার উপভোগ করতে পারবেন।


 
অ্যাপটি বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে জানিয়ে বৃহস্পতিবার (১২ মে) রবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপল গ্রাহকদের জন্য অ্যাপটির আইওএস ভার্সন চালু করা হবে।
 
অ্যাপটির মাধ্যমে রবি গ্রাহকরা স্থানীয় ও রোমিং ইউসেজ চেক করা এবং রোমিং প্যাকেজ সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এছাড়া ভ্রমণেচ্ছু দেশগুলোর রোমিং রেট, বিভিন্ন রোমিং প্যাকেজ থেকে পছন্দেরটি বেছে নেওয়া এবং প্যাকেজটি গ্রহণ করার সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
 
মোবাইল টেলিযোগাযোগ সেবার বাইরে বিশ্বজুড়ে বিভিন্ন হোটেলের খোঁজ-খবর ও নিজের পছন্দের হোটেল বুক করতে পারবেন গ্রাহক। বিভিন্ন দেশের ফ্লাইটের তথ্যও পাওয়া যাবে এ অ্যাপটির মাধ্যমে।
 
এছাড়া অ্যাপটি ব্যবহার করে ভ্রমণকালে ট্যাক্সি ভাড়া করার পাশাপশি কাছাকাছি রেঁস্তোরা ও কফি শপের খোঁজ-খবর এবং আকর্ষণীয় স্থানগুলো সম্পর্কে জানতে পারবেন। এছাড়া এর মাধ্যমে আন্তর্জাতিক রোমিং সেবা গ্রহণ-সংক্রান্ত তথ্যাবলী ও রবি রোমিং হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।
 
গুগল প্লে স্টোর (http://bit.ly/ATraveler) থেকে অ্যাপটি সহজেই ডউনলোড করতে পারবেন ‍আগ্রহীরা।
 
রবি গ্রাহকদের জন্য রোমিং সেবা আরও সহজ ও সুবিধাজনক করতে নিয়মিত নতুন নতুন ফিচার যোগ করা হবে। অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা তাদের মতামত, প্রশ্ন ও অভিযোগ পাঠাতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।