ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপলের ল্যাপটপে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
অ্যাপলের ল্যাপটপে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়! ছবি: দীপু মালাকার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বনামধন্য প্রযুক্তি পণ্য অ্যাপলের ল্যাপটপ। তাই ব্যান্ডটির ল্যাপটপে ক্রেতাদের আগ্রহের কমতি নেই।

কেনার সামর্থ্য না থাকলেও অনেকেই দাম, কনফিগারেশন, সুবিধা ইত্যাদি জেনে নেওয়ার মাঝেই আনন্দ খোঁজছেন। তবে সেই আনন্দকে আরো স্পষ্ট করতে ৫ হাজার টাকার পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে অ্যাপলের বিভিন্ন মডেলের ল্যাপটপে।
 
শনিবার (১৪ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসি) আয়োজিত গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় এ সুবিধা দিচ্ছে কম্পিউটার সোর্স। এই ছাড় চলছে মোবাইল ব্যাতিত অন্য সকল পণ্যের ওপর। আর ছাড় দেওয়া হচ্ছে লটারির ভিত্তিতে।
 
কম্পিউটার সোর্সের বিজনেস ম্যানেজার সাইফুল আলম বাংলানিউজকে বলেন, মোবাইল ব্যাতিত অ্যাপলের যে কোনো পণ্য কিনলেই রয়েছে ছাড়। এক্ষত্রে সর্বনিম্ন ৫শ টাকা থেকে ৫ হাজার টাকার পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
 
সাইফুল ইসলাম জানান, ম্যাকবুক এয়ার ১১.৬ ইঞ্চি এলইডি ব্যাককিট ডিসপ্লে, ইনটেল কোর আইফাইভ প্রসেসর সুবিধা সম্পন্ন ল্যাপটপের মূল্য ধরা হয়েছে ৮৭ হাজার টাকা। ১২৮ জিবি ফ্ল্যাশ স্টোরেজ’র ল্যাপটপটি ব্যাটারি ব্যাক আপ দেবে ৯ ঘণ্টা। ১৩ দশমিক ৩ ইঞ্চি এলইডি ব্যাককিট ডিসপ্লে, ইনটেল কোর আইফাইভ প্রসেসর সুবিধা সম্পন্ন মডেলটির মূল্য ধরা হয়েছে ৯৭ হাজার টাকা। ১২৮ জিবি ফ্ল্যাশ স্টোরেজ’র ল্যাপটপটি ব্যাটারি ব্যাপ আপ দেবে ১২ ঘণ্টা। এছাড়াও ২৭ ইঞ্চি এলইডি ব্যাককিট ডিসপ্লে, ইনটেল কোর আইফাইভ প্রসেসর সুবিধা সম্পন্ন ল্যাপটপও মেলায় এনেছে কম্পিউটার সোর্স। এক ট্যারাবাইট হার্ডড্রাইভ সুবিধা সম্পন্ন এ ল্যাপটপটি মূল্য ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার টাকা।
 
এদিকে এইচপি, ডেল, ফুজিৎসু ল্যাপটপ কিনলেও কম্পিউটার সোর্স দিচ্ছে নিশ্চিত উপহার। এক্ষেত্রে ব্র্যান্ড ভেদে ইন্টারনেট সিকিউরিটি, স্পিকার, টি-শার্ট ও পাওয়ার ব্যাংক দিচ্ছে কম্পিউটার সোর্স। তবে তা স্ক্র্যাচ কার্ড ঘষেই পেতে হচ্ছে ক্রেতাদের।
 
বিআইসিসির কার্নিভাল ও হারমুনি হলে দেশে ১৭ বারের মতো এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। রোববার (১৫ মে) সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে এ মেলা।  
 
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ইইউডি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।