ঢাকা: জনপ্রিয় প্রযুক্তিপণ্য তোশিবার হার্ডডিস্ক ড্রাইবে চলছে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড় পেতে অবশ্যই ঢুঁ মারতে হবে ‘সামার ল্যাপটপ ফেয়ার ২০১৬’ এ।
১৩ মে, শুক্রবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া ল্যাপটপ মেলায় এ ছাড় পাওয়া যাচ্ছে।
মেলায় স্মার্ট টেকনোলজিজ (বিডি) লিমিটেড তোশিবার হার্ডডিস্কে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভে এ ছাড় মিলবে।
স্মার্ট টেকনোলজিজের প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা বাংলানিউজকে জানান, তোশিবার পোর্টেবল হার্ডডিস্কে কেবল ছাড়ই নয়, আকর্ষণীয় হার্ডডিস্ক কেসও দেওয়া হচ্ছে। তবে এবারের মেলায় চারটি ভিন্ন মডেলের হার্ডডিস্ক বেশ নজর কেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের।
‘এগুলোর মধ্যে তোশিবা কেনভিও বেসিক (৫শ জিবি থেকে ৩ টেরাবাইট ধারণ ক্ষমতা সম্পন্ন), তোশিবা কেনভিও স্লিম টু (১ টেরাবাইট), তোশিবা কেনভিও রেডি (১ ও ২ টেরাবাইট) ও তোশিবা কেনভিও অ্যালুমাই (১ ও ২ টেরাবাইট ধারণ ক্ষমতাসম্পন্ন) উল্লেখযোগ্য। ’
‘এসব পণ্যে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে,’ বলেন তিনি।
এদিকে স্টলটি নেটিস নামে ওয়াইফাই রাউটারের হরেক রকম পণ্যের পসরা সাজিয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে গেইমিং রাউটার।
অর্থাৎ গেইম খেলার সময় যতটুকু ব্যান্ডউইথ দরকার হবে এই রাউটার স্বয়ংক্রিয়ভাবে ততটুকুই দেবে। ৫০০ টাকা ছাড় দিয়ে মেলায় এটি বিক্রি হচ্ছে ৬ হাজার ৮শ টাকায়।
এছাড়া একসেস পয়েন্ট, ওয়্যারলেস এন হাই পাওয়ার রাউটার, ওয়্যারলেস এন রাউটার নামে বিভিন্ন ফিচারে রাউটার ছাড়ে বিক্রি করছে স্মার্ট টেকনোলজিজ।
এছাড়া এভিরা, পিএনওয়াই এন্টিভাইরাসও বিক্রি হচ্ছে স্টলটিতে।
বিআইসিসির কার্নিভাল ও হারমুনি হলে দেশে ১৭তম বারের মতো এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার।
১৫ মে (রোববার) নাগাদ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত মেলা চলবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ইইউডি/এমএ