ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বজ্রপাত-শর্টসার্কিটে পুড়বে না হান্টকি মাল্টিপ্লাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
বজ্রপাত-শর্টসার্কিটে পুড়বে না হান্টকি মাল্টিপ্লাগ

ঢাকা: ইলেকট্রনিক পণ্যের প্রমাণিত শক্র বজ্রপাত। শর্টসার্কিট বা বজ্রপাত হলে হরহামেশাই নষ্ট হয় নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য মাল্টিপ্লাগ।

কিন্তু ল্যাপটপ মেলায় এমন এক ধরনের মাল্টিপ্লাগ আনা হয়েছে যা শর্টসার্কিট হলেও পুড়বে না।
 
রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ল্যাপটপ মেলায় এ বিশেষ ধরনের মাল্টিপ্লাগ এনেছে গ্লোবাল ব্র্যান্ড।

প্রতিষ্ঠানটির স্টলে দায়িত্বরত ট্যাক্স অ্যান্ড ভ্যাট অফিসার জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আমরা পাঁচ ধরনের মাল্টিপ্লাগ এনেছি। এগুলো বজ্রপাতেও নষ্ট হয় না, কোনো শর্ট সার্কিট হয় না এবং আগুন ধরে না। কাজেই শুধু প্লাগই নয়, এর সঙ্গে যুক্ত মূল্যবান ইলেকট্রনিক্স ডিভাইসটিও নষ্ট হয় না। এর সেলফ কন্ট্রোল অটোমেটিক সিস্টেম বিদ্যুৎপ্রবাহ নিয়ন্ত্রণ করে। কাজেই হাই ভোল্টেজ বা বজ্রপাতের সময়ও কোনো সমস্যা হয় না।

চার থেকে আট সকেটযুক্ত কয়েক প্রকারের এ বিশেষ মাল্টিপ্লাগের নাম হান্টকি। মডেল ভেদে ২শ থেকে ৫শ টাকা পর্যন্ত ছাড় দিয়ে মেলায় এগুলো ৭শ থেকে ১৫শ টাকায় বিক্রি হচ্ছে। সঙ্গে থাকছে তিন বছরের ওয়ারেন্টি। এ সময়ের মধ্যে পণ্যটি নষ্ট হলে সম্পূর্ণ বদল করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে ইউএসবি সকেট সুবিধাও।
 
এছাড়া ল্যাপটপসহ বিভিন্ন চার্জারের অ্যাডাপ্টরও তারা ১ হাজার ৪শ টাকা থেকে ২ হাজার ৮শ টাকায় বিক্রি করছে।
 
বিআইসিসির কার্নিভাল ও হারমুনি হলে দেশে ১৭ বারের মতো এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। মেলা চলবে রোববার (১৫ মে) রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ইইউডি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।