ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পান্ডা’র সঙ্গে লাউড স্পিকার, ব্যাগ দিচ্ছে ইসেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
পান্ডা’র সঙ্গে লাউড স্পিকার, ব্যাগ দিচ্ছে ইসেট ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুধু ল্যাপটপ কিনলেই হবে না! প্রয়োজনীয় ডাটার সুরক্ষায় লাগবে সিকিউরিটি সিস্টেমও। আর এজন্যই গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় ক্রেতা আর্কষণে সিকিউরিটি প্রোগ্রাম বিক্রিতেও নানা অফার কিংবা ছাড় দিচ্ছেন  বিক্রেতারা।


 
শনিবার (১৪ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ল্যাপটপ মেলার গ্লোবাল ব্র্যান্ডের স্টলে গিয়ে এমনটাই দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানটি সিকিউরিটি প্রোগ্রাম বা অ্যান্টিভাইরাস ‘পান্ডা’ ২৫০ টাকা ছাড়ে বিক্রি করছে। যা মেলার বাইরে ১ হাজার ১শ টাকায় বিক্রি হয়। এছাড়াও পান্ডা’র সঙ্গে মুখাবয়ব আকৃতির লাউড স্পিকার ফ্রি দিচ্ছে।
 
গ্রোবাল ব্র্যান্ডের সিনিয়র অ্যাক্সিকিউটিভ (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) মো. সোলায়মান আহমেদ জিসান বাংলানিউজকে বলেন, ইন্টারনেট সিকিউরিটি এবং গ্লোবাল প্রকেটশন নামে দু’ধরনের অ্যান্টিভাইরাস বিক্রি হচ্ছে। দু’টির দাম একই, ৮শ ৫০ টাকা। তবে গ্লোবাল প্রকেটশন অধিকতর কার্যকর।

‘মেলার বাইরে পণ্য দুটি ১ হাজার ১শ টাকায় বিক্রি হয়। যা একবছর মেয়াদে একজন ইউজার ব্যবহার করতে পারবেন। পান্ডা সিকিউরিটি প্রোগ্রাম কিনলে মূল্য ছাড়ের সঙ্গে একটি ইউএসবি স্পিকার ও ব্যাকপ্যাক দেওয়া হচ্ছে। ’

এদিকে ইসেট নামের প্রতিষ্ঠান ১ হাজার ১০০ টাকায় একজন ইউজারের ইন্টারনেট সিকিউরিটি দিচ্ছে। সঙ্গে রয়েছে একটি ফ্রি ব্যাগ।

এছাড়া কম্পিউটার ভিলেজ ইউজার ও মেয়াদ ভেদে ম্যাকাফি সিকিউরিটি দিচ্ছে ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়। এই স্টলটি টি-শার্ট থেকে পাওয়ার ব্যাংক পর্যন্ত উপহার দিচ্ছে।

আবার কম্পিউটার সোর্স যে কোনো দামের ইন্টারনেট সিকিউরিটির সঙ্গে একটি পলো শার্ট ফ্রি দিচ্ছে। কম্পিটার সোর্স থেকে ট্রেন্ড মাইক্রো ইন্টারনেট সিকিউরিটি নিতে গুণতে হবে ৯৯০ টাকা থেকে ২ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। এন্ড্রয়েড মোবাইল সিকিউরিটির জন্য গুণতে হবে ৫৯০ টাকা।
 
বিআইসিসি’র কার্নিভাল ও হারমুনি হলে দেশে ১৭তম বারের মতো এ ল্যাপটপ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। এতে মোট ৫৪টি স্টল ল্যাপটপসহ আনুষঙ্গিক পণ্যের পসরা সাজিয়েছে। রোববার রাত ৮ পর্যন্ত চলবে এ মেলা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ইইউডি/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।