ঢাকা: বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিমগুলো আগামী ৩১ মের পর বন্ধ হয়ে যাবে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ওই সিমগুলো দুই মাস বন্ধ থাকবে। এরপর গ্রাহকরা ফের সিমগুলো কিনতে পারবেন।
আর প্রবাসী গ্রাহকরা ৩১ মের পরবর্তী ১৮ মাস প্রমাণ সাপেক্ষ সিমগুলো নিজের নামে নিবন্ধন করে নেওয়ার সুযোগ পাবেন। রোববার (১৫ মে) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
‘আগামী ৩১ মে জিরো আওয়ার অর্থাৎ ১ জুন শূন্য আওয়ার থেকে যে সমস্ত সিম/রিম রি-ভেরিফিকেশন করা হয়নি সেগুলো বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে সময় বর্ধিত করার আর কোনো সুযোগ নেই। ’
শেষ মুহূর্তে বিড়ম্বনা এড়ানোর জন্য দ্রত সিম রি-ভেরিফিকেশন করে নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, ৩১ মে’র পর যে সমস্ত সিম/রিম রি-ভেরিফিকেশন হবে না, সেই সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। সেই সিমগুলো গ্রাহক দু’মাস পর্যন্ত কিনতে পারবেন না। এরপর তারা আসলে অগ্রধিকার দেওয়া হবে। তবে সিমটি নতুন করে কিনে নিতে হবে।
বিটিআরসি’র নিয়মের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমাদের নিয়ম আছে একটি সিম বন্ধ করার পরে ১৫ মাস পর্যন্ত অন্যত্র বিক্রি করা যায় না, নোটিশ পিরিয়ডসহ ১৮ মাস।
‘প্রবাসীরা ১৮ মাসের মধ্যে সিমটি রি-ভেরিফিকেশন করে নিতে পারবেন। প্রবাসীদের বিদেশে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ইমিগ্রেশনের সিল দেখে বিবেচনা করে রি-ভেরিফিকেশন করা হবে। ’
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর ১৫ মে পর্যন্ত ৯ কোটি ৪০ লাখ সিম রি-ভেরিফিকেশন হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এক মাস সময় বাড়িয়ে নতুন রি-ভেরিফিকেশন তারিখ নির্ধারণ করা হচ্ছে ৩১ মে।
মোবাইল অপারেটরদের ধন্যবাদ জানিয়ে তারানা হালিম বলেন, মোবাইল অপারেটরদের সহযোগিতার ফলে সিম রি-ভেরিফিকেশন সম্ভব হয়েছে, অনেক দেশে তা সম্ভব হয়নি। এক্ষেত্রে বাংলাদেশ এখন অনুসরণীয়।
এক এনআইডিতে কতটি সিম নিবন্ধন, জানা যাবে জুনে:
তারানা হালিম বলেন, গ্রাহকের জানার অধিকার আছে, তার নামে কয়টি সিম রি-ভেরিফাইড হলো। সেজন্য জুনের মধ্যে প্রত্যেক গ্রাহককে এসএমএস করে তার এনআইডির (জাতীয় পরিচয় পত্র) বিপরীতে মোট কতটি সিম রি-ভেফিফিকেশন হয়েছে, তা জানিয়ে দেওয়া হবে।
‘একজন গ্রাহক তার এনআইডি’র বিপরীতে সর্বোচ্চ ২০টি সিম ব্যবহার করতে পারবেন। ’
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬, আপডেট: ১৫৫৭ ঘণ্টা
এমআইএইচ/এমএ/