ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেমিং ল্যাপটপে ১৫ হাজার টাকা ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ১৫, ২০১৬
গেমিং ল্যাপটপে ১৫ হাজার টাকা ছাড় ছবি: কাশেম হারুণ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবিশ্বাস্য হলেও সত্যি! গেমিং ল্যাপটপে বিশাল ছাড় চলছে ল্যাপটপ মেলায়। ১৫ হাজার টাকারও বেশি ছাড় দিয়ে এ পণ্য বিক্রি করছে এক্সিকিউটিভ টেকনোলজিস।


 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় প্রতিষ্ঠানটির এ ছাড় ঘিরে ক্রেতাদের বেশ আগ্রহও দেখা গেছে।
এক্সিকিউটিভ টেকনোলজিস এর ম্যানেজার মাইদুল করিম রাগিব বাংলানিউজকে বলেন, গেমিং ল্যাপটপের মধ্যে অন্যতম ব্র্যান্ড হচ্ছে প্রিডেটর। কেবল মেলা উপলক্ষেই প্রিডেটর জি৯-৫৯১জি মডেলের গেমিং ল্যাপটপটি বাজারে আনা হয়েছে। এর প্রকৃত মূল্য ১ লাখ ৭০ হাজার ৮শ’ টাকা। কিন্তু মেলায় ১৫ হাজার টাকারও বেশি ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে পণ্যটি।
 
গেমিং ল্যাপটপটি অন্য ল্যাপটপের তুলনায় গুণ ও মানে আলাদা হওয়ায় এতে রয়েছে সিক্স জেনারেশনের কোয়াডকোর ইন্টেল কোর আইসেভেন-৬৭০০এইচকিউ প্রসেসর। জেনুইন উইন্ডোজ ১০। এর ১৫ ইঞ্চি পর্দা সম্পূর্ণ এইচডি। এছাড়া গেমের জন্য রয়েছে এনভিআইডিআইএ জিফোর্স জিটিএক্স৯৮০এম গ্রাফিক্স কার্ড। ১৬ জিবি ডিডিআর৪ ৠাম। ৪টি ডলবি সাউন্ড সিস্টেম, ২টি কুলিং ফ্যান ও অ্যান্টি ক্লিয়ার স্ক্রিন। ব্যাটারি ব্যাকআপ দেয় সাড়ে পাঁচ ঘণ্টা। বিশেষ এ গেমিং ল্যাপটপের জন্য এক্সিকিউটিভ টেকনোলজিস ১ বছরের বিক্রয়োত্তর সেবাও দেবে।
এছাড়া আরো বেশ কিছু গেমিং ল্যাপটপ এনেছে প্রতিষ্ঠানটি। এগুলো ৩ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে এসার’র বিভিন্ন মডেলের ল্যাপটপ ২২ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। সবগুলো পণ্যেই রয়েছে ১ হাজার ৫শ’ টাকা থেকে ৩ হাজার পর্যন্ত ছাড়।
 
বেশিরভাগ তরুণরাই আগ্রহ দেখাচ্ছেন প্রিডেটরের গেমিং ল্যাপটপের প্রতি। মেলায় ফ্রি খেলার সুযোগও দিয়েছে এক্সিকিউটিভ টেকনোলজিস। আর এতেই আনন্দে গদগদ হচ্ছেন অনেকে। কেনার সামর্থ্য না থাকলেও অনেকে একটু পরখ করে দেখে নিচ্ছেন।
 
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রামীম ইকবাল জানান, আন্তর্জাতিক গেমিং প্রতিযোগিতায় অংশ নিতে ভালোমানের গেমিং ল্যাপটপ দরকার। তাই পরখ করে নিচ্ছেন প্রিডেটরের এ মডেলটি কেমন।
 
গ্রীষ্মকালীন এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। দেশে ১৭তম বারের মতো এ আয়োজনের পর্দা নামবে রোববার (১৫ মে) রাত আটটায়।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।