ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল আইও’র ডেভেলপার সামিটে শীর্ষ বক্তা বাংলাদেশের রাখশান্দা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
গুগল আইও’র ডেভেলপার সামিটে শীর্ষ বক্তা বাংলাদেশের রাখশান্দা রাখশান্দা রুখাম

বিশ্বের সব থেকে বড় প্রযুক্তি সম্মেলন ‘গুগল আইও’র ডেভেলপার সামিটের শীর্ষ বক্তা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গুগল উইমেন টেকমেকারসের প্রধান রাখশান্দা রুখাম।

১০০টি দেশের ৫০০ অংশগ্রহণকারী ডেভেলপারদের ভোটে রাখশান্দার শীর্ষ বক্তা হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি গুগল ডেভলপার গ্রুপের প্রজেক্ট ম্যানেজার নাদিনা রোজ ইমেলের মাধ্যমে নিশ্চিত করেন।

আগামী ১৮ থেকে ২০ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অনুষ্ঠিত হবে গুগলের এই বার্ষিক সম্মেলন। দশমবারের মতো আয়োজিত সম্মেলনে অংশ নেবেন গুগল প্ল্যাটফর্মে যুক্ত বিশ্বের শীর্ষ ডেভেলপার, ডিজিটাল এক্সপার্টস এবং প্রযুক্তি পেশাজীবীরা।

সম্মেলনের আগের দিন প্রি-ইভেন্ট হিসেবে প্রতিবছরই গুগল ডেভলপার সামিটের আয়োজন করা হয়। যেখানে ১০০টি দেশের প্রায় ৫০০ ডেভেলপার গ্রুপ ম্যানেজার, গুগল ডেভেলপার রিলেশন টিমের সদস্য এবং গুগল ডেভেলপার এক্সপার্টরা অংশ নেন। যেখানে বাংলাদেশ থেকে এবার চারজন অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ৫০০ ডেভেলপারদের মধ্য থেকে সর্বোচ্চ ৬১ ভোট পেয়েছেন রাখশান্দা। ৪৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন উইক্রেনের ভিতালিউ জাসাদ্রি এবং ৪১ ভোট পেয়ে ৩য় অবস্থানে আছেন ভারতের সাঞ্জিব পারিদা।

সেরা বক্তা নির্বাচিত হওয়ার ব্যাপারে রাখশান্দা বলেন, বাংলাদেশ আর শুধু অংশগ্রহণকারী দেশ হিসেবে নয় বরং সম্মেলনের গুরুতপূর্ণ অংশ হিসেবে তুলে ধরতে চাই। আমি চেষ্টা করব বাংলাদেশকে আরও এগিয়ে নিতে যেতে। একদিন বাংলাদেশিরাও গুগলের প্রধান নির্বাহীর মত পদে বসতে পারবে।

দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের ছাত্রী রাখশান্দা ২০১২ সাল থেকে গুগল ডেভেলপার গ্রুপ কর্মসূচীর সাথে জড়িত। প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহন নিয়ে গুগলের বিশেষ কর্মসূচী ‘উইমেন টেকমেকারস’ ২০১৫ সালে রাখসান্দাকে বাংলাদেশে উইমেন টেকমেকার্স লিড ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।