একদিন পরই শুরু হচ্ছে গুগলের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও’। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহৎ এই প্রযুক্তি সম্মেলনের দিকে এখন প্রযুক্তি অঙ্গনের সকলেরই চোখ।
গুগলের এই ইভেন্ট ঘিরে বরাবরের মতো এবারও ভিত্তিহীন অজস্র খবর প্রকাশ হচ্ছে। সেই মতে, গুগলের নেক্সাস সিরিজের পরবর্তী পণ্য ‘নেক্সাস ৭’ এ মাসেই নিয়মনীতি অনুসারে বাজারে প্রবেশ করছে। ১৮ থেকে ২২ মে গুগলের ডেভলোপার কনফারেন্স চলাকালীন ডিভাইসটি উন্মোচিত হবে বলে ব্যাপক গুজব রয়েছে।
কিন্তু আগেরবার পুরো শরৎ জুড়ে নেক্সাস ডিভাইস ছেড়েছিল গুগল।
কোরিয়ান জায়ান্ট স্যামসাংও একই কৌশলে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশ আগে উন্মুক্ত করে ‘গ্যালাক্সি ৭’।
তাই এতো আগে সম্মেলনের প্রথমদিনই পরবর্তী নেক্সাসের ঘোষণা আসলেও বাজারে প্রতিযোগিতা বাড়ায় এতে কোনো চমক থাকবেনা বলে মনে করছে বিশেষজ্ঞরা।
এখন পর্যন্ত নেক্সাস ৭ সম্পর্কিত তথ্যগুলো যেহেতু গুজব তাই বিষয়টি এখনও সুস্পষ্ট না। এ মুহূর্তে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গ্রীষ্মকাল জুড়ে এর বাণিজ্যিক উন্মুক্তের কাজ শুরু হবে।
এছাড়াও অনুমান করা হচ্ছে এতে হুয়াইয়ের ট্রেডমার্কিং নাম ‘নেক্সাস ৭পি’ থাকবে।
গুজব সুত্রগুলো এখন এ নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা উপস্থাপন করছে।
ফোনটিতে প্রত্যাশিত বৈশিষ্ট্য কিউএইচডি ৭ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি ৠাম, এনভিডিয়া টেগরা এক্স১ প্রসেসর এবং বেশী পরিমান ইন্টারনাল মেমোরি অর্থা ব্যবহারকারীরা ২ টিবি পর্যন্ত মেমোরি বাড়াতে পারবে। সেইসাথে প্রত্যাশা অ্যান্ড্রয়েড এন এর জন্য নেক্সাস ৭’র হবে নব-যাত্রা।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এসজেডএম