ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তি জ্ঞান বাড়াতে তৈরি করতে হবে ডিজিটাল কনটেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ২২, ২০১৬
প্রযুক্তি জ্ঞান বাড়াতে তৈরি করতে হবে ডিজিটাল কনটেন্ট ছবি: শাকিল আহমেদ- বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষার্থীদের হাতে শুধু কম্পিউটার দিলেই প্রযুক্তি জ্ঞান বাড়বে না, এজন্য শিক্ষামূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করতে হবে বলে মত দিয়েছেন প্রযুক্তি বিষয়ক আলোচকেরা।

দেশের প্রথম ভিন্নধর্মী বিজনেস সল্যুশন প্রদর্শনী ‘বিজটেক বিটুবি কনফারেন্স’ এর দ্বিতীয় দিন রোববার (২২ মে) সকালে ‘বাংলাদেশের শিক্ষা খাতের প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

শনিবার (২১ মে) সকাল থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া এ কনফারেন্স রোববার সন্ধ্যা পর্যন্ত চলবে।

সভার আলোচকরা বলেন, বাংলাদেশের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ প্রতি বছরই কমছে। শিক্ষা খাতের ডিজিটালাইজেশনের জন্য আরো অনেক কাজ করতে হবে। শুধুমাত্র কম্পিউটার দিলেই হবে না, প্রযুক্তি নির্ভর কনটেন্টও তৈরি করতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে।

আলোচকেরা সফটওয়্যার নির্মাতা দেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি দেশের প্রেক্ষিত বিবেচনায় সফটওয়্যার নির্মাণের আহ্বান জানান। একইসঙ্গে সরকারের প্রতি বিদেশি প্রযুক্তি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

আনন্দ কম্পিউটারের প্রতিষ্ঠাতা মোস্তফা জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিজবস.কমের সিইও একেএম ফাহিম মাশরুর। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের 'সমাজ পরিবর্তন' বিভাগের পরিচালক কেএএম মোরশেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক বনমালী ভৌমিক, তথ্যপ্রযুক্তি লেভারেজিং (এলআইসিটি) প্রকল্পের টিম লিডার সামি আহমেদ প্রমুখ।

স্থানীয় বাজারে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার বাজার সম্প্রসারণ, প্রাইভেট সেক্টর অটোমেশন/ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারের জন্য সক্ষমতা বৃদ্ধিতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বেসিস এ কনফারেন্সের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ২২, ২০১৬
এইচআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।