ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শ্রোতাদের মন মাতাতে এলো রবি-ইয়োন্ডার মিউজিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
শ্রোতাদের মন মাতাতে এলো রবি-ইয়োন্ডার মিউজিক ছবি: নূর ও রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সঙ্গীতাঙ্গনে শুরু হলো এক নতুন অধ্যায়। নিউইয়র্কভিত্তিক ইয়োন্ডার মিউজিকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে রবি-ইয়োন্ডার মিউজিক সেবা চালু করলো মোবাইল ফোন অপারেটর রবি।

 

 
সেবাটির আওতায় রবি গ্রাহকরা দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের গানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন।

 

মঙ্গলবার (২৪ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দেশের সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
 
গ্রাহকরা এ সেবার মাধ্যমে বিনামূল্যে গান উপভোগ করতে পারবেন। এজন্য কোনো অ্যাপ্লিকেশন চার্জ, সাবস্ক্রিপশন ফি বা পার-ট্র্যাক ডাউনলোড চার্জ দিতে হবে না। রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপ ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে অ্যাক্টিভ ডাটা প্ল্যান থাকলেই গানের বিপুল সমাহারে বিচরণ করতে পারবেন। ইয়োন্ডার মিউজিক সার্ভিসটি ওয়াইফাই নেটওয়ার্কেও ব্যবহার করা যাবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে নেওয়া ‘বজ্রে তোমার বাজে বাঁশি’ ধ্রুপদী গানটি শিল্পীরা গেয়ে শোনান। রবি ইয়োন্ডার মিউজিকের হাবিব, অর্ণব, বাপ্পা, কণা, এলিটা, চিরকুট, নেমেসিস, বালাম, হৃদয় খান ও অন্য শিল্পীদের গাওয়া বজ্রে শিরোনামের উদ্বোধনী গানটি প্রযোজনা করেছেন অর্ণব।
 
ভিডিও সংস্করণসহ ‘বজ্রে’ গানটি মুক্তি পেয়েছে, যাতে ইয়োন্ডার মিউজিকের সব তারকা এবং দেশের প্রথম সারির লোকশিল্পীরা অংশ নিয়েছেন। এটি বাংলাদেশের সঙ্গীত জগতের একাত্মতা, ঐক্য ও সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রতিফলন।

‘বজ্রে’ গানটি মুক্তি পাওয়ার মধ্য দিয়ে শুরু হলো বছরজুড়ে তারকা শিল্পীদের গাওয়া বিভিন্ন গানের আয়োজন। এর মধ্যে শুরুতেই থাকছে ‘চিরকুট’ ও যুক্তরাষ্ট্রভিত্তিক পপ গানের দল টোয়েন্টিফোর-হোরাস’র যৌথ পরিবেশনা। এছাড়াও রবি-ইয়োন্ডার মিউজিকের বিভিন্ন শিল্পীদের একক গানের অ্যালবাম ছাড়াও মুক্তি পাবে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন শিল্পীদের সঙ্গে যৌথভাবে গাওয়া বিভিন্ন গান।
অনুষ্ঠানে জানানো হয়, প্ল্যাটফর্মটি শিল্পী ও গীতিকারদের মেধাস্বত্ত্বের মর্যাদা নিশ্চিত করেছে, অ্যাপটিতে তাদের গান যতবার শোনা হবে সে অনুযায়ী তারা একটি নির্দিষ্ট সম্মানী পাবেন।
 
রবি উয়োন্ডার মিউজিক অ্যাপের মাধ্যমে গ্রাহকরা কোনো গান শোনার সময় গানটি গ্রাহকের স্মার্টফোনে সংরক্ষিত হবে, যাতে তিনি অফলাইনেও পছন্দের গানটি শুনতে পারবেন। আইওএস স্টোর বা অ্যানড্রয়েড প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করা যাবে। ই-মেইল আইডি বা ফেসবুকের মাধ্যমে নিবন্ধন করে গানগুলো শুনতে পাবেন গ্রাহকরা।

গানের এক বিশাল সংগ্রহশালা উন্মুক্ত করার মাধ্যমে রবি ইয়োন্ডার মিউজিক অনলাইনে গানের পাইরেসি রোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানানো হয়।
ইয়োন্ডার মিউজিক ইনকররেশনের প্রধান নির্বাহী অ্যাডাম কিড্রন বলেন, ইয়োন্ডার বাংলাদেশে রবির সঙ্গে যৌথভাবে কাজ শুরু করায় গানের পাইরেসি কমে আসার মাধ্যমে স্থানীয় শিল্পীরা লাভবান হবেন। অন্যদিকে রবির গ্রাহকরা মেবাইল ব্রডব্যান্ড প্ল্যানের আওতায় শুনতে পাবেন সেরা গানগুলো। এদেশের শিল্পীদের গানের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে গাওয়া নতুন নতুন গান শ্রোতদের উপহার দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

রবি-ইয়োন্ডার মিউজিক সেবার উদ্বোধনকে দেশের সঙ্গীতাঙ্গনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে অভিহিত করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে।
 
তিনি বলেন, শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদানকারী কোম্পানি হিসেবে রবি ইয়োন্ডার মিউজিক সেবা চালু করতে পেরে গর্বিত। যার মাধ্যমে আমাদের গ্রাহকরা বিনামূল্যে দেশ-বিদেশের গানের এক বিপুল সম্ভার হাতে পাবেন। আমরা বিশ্বাস করি, এ পদক্ষেপের ফলে স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীর অব্যাহত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ সংগীতপ্রেমীর জীবনে এক বড় ধরনের পরিবর্তন আসবে।
 
ইয়োন্ডার মিউজিক বাংলাদেশে শুধু রবির সঙ্গেই কাজ করবে বলে জানানো হয়।

ইয়োন্ডার মিউজিক নিউইয়র্কভিত্তিক একটি সমৃদ্ধ ডিজিটাল মিউজিক সার্ভিস যা শ্রোতাদের গান শোনা, ডাউনলোড করা ও শেয়ারের সুযোগ দিয়ে থাকে। ২০১৫ সালের নভেম্বরে মালয়েশিয়ায় এর যাত্রা শুরু যা ছয় মাসে ৩ লাখ গ্রাহকের আস্থা অর্জন করেছে।
 
ইয়োন্ডার মিউজিকের সেবা গ্রহণের জন্য শুধু ইন্টারনেটের ব্যয় বহন করলেই চলে, যার ফলে সঙ্গীত অঙ্গন প্রসারিত হচ্ছে। ইয়োন্ডার মিউজিকে গান শোনার ভিত্তিতে শিল্পী ও গীতিকাররা তাদের প্রাপ্য সম্মানী গ্রহণের সুযোগ পাচ্ছেন।
 
ইয়োন্ডার মিউজিকের শ্লোগান হচ্ছে ‘হিয়ার ফরেভার’, এর মানে এটি সবসময় বাজারে সক্রিয় আছে। যারা স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে সমন্বয় সাধন এবং লাইভ কনসার্টের আয়োজন করে থাকে।
 
নিউ ইয়ার ২০১৫ উপলক্ষে লাস ভেগাসে আয়োজিত ব্রুনো মার্সের কনসার্টে বিশ্বের বিভিন্ন প্রান্তের নিয়মিত ইয়োন্ডার গ্রাহকরা অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ইয়োন্ডার মিউজিকের লক্ষ্য এর গ্রাহকদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা এবং অনন্য সেবা দেওয়া।
 
রবির বিজনেস অপারেশন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) জ্যঁ-মিশেল আর্নড শানুট, ভ্যালু অ্যাডেড সার্ভিস অ্যান্ড এম-টেকনোলজিস অ্যান্ড সল্যুশন্স’র ভাইস প্রেসিডেন্ট বীরাঙ্গা সেনেবীরত্নে, ভ্যাল্যু অ্যাডেড সার্ভিসের জেনারেল ম্যানেজার মাহমুদ হাসান ফয়সাল ও ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
এছাড়াও ছিলেন ইয়োন্ডার মিউজিক’র প্রেসিডেন্ট (এশিয়া) আদিত্য সামানওয়্যার, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম ও প্রজেক্ট ম্যানেজার আহসান গুনাতিলাকা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২৪, ২০১৬/আপ: ১৯৫৫ ঘণ্টা
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।