ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তিতাসের টেলিকম পার্টনার বাংলালিংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
তিতাসের টেলিকম পার্টনার বাংলালিংক

ঢাকা: বাংলালিংক ও তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

সম্প্রতি বাংলালিংকের হেড অব বিটুবি বিজনেস নাসার ইউসুফ এবং তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের সেক্রেটারি (জেনারেল ম্যানেজার) মুশতাক আহমেদ এ চুক্তিতে স্বাক্ষর করেন।

 

মঙ্গলবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই চুক্তির ফলে বাংলালিংক আগামী পাঁচ বছর তিতাস গ্যাস লিমিটেডকে ভয়েস কল, থ্রিজি সার্ভিস এবং এসএমএস সেবা দেবে।

গুলশানে বাংলালিংক প্রধান কার্যালয় টাইগার্স ডেনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বাংলালিংকের এমডি ও সিইও এরিক অস এবং তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মীর মশিউর রহমানসহ উভয় পক্ষের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এমআইএইচ/জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।