ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়ার ডুয়াল সিম হ্যান্ডসেট

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১
নকিয়ার ডুয়াল সিম হ্যান্ডসেট

নকিয়া বাংলাদেশের বাজারে নতুন দুটি ডুয়াল সিম হ্যান্ডসেট প্রকাশ করছে। একটি নকিয়া এক্স১-০১।

অন্যটি নকিয়া সি২-০০।

এর মধ্যে নকিয়া এক্স১-০১ এখন দেশের বাজারে ২ হাজার ৯৯৫ টাকায় পাওয়া যাচ্ছে। নকিয়া সি ২-০০ মডেলটি এখন উন্মোচনের অপেক্ষায়। নকিয়া সূত্র এ তথ্য জানিয়েছে।

এ দুটি মডেলই কোনো ধরনের পরিবর্তন এবং ঝামেলা ছাড়াই দুটি সিমের মধ্যে অদল-বদল করে নিতে সক্ষম।

এ মডেল দুটি বর্ধিত ব্যাটারি শক্তি ও বৈচিত্র্যময় বিনোদন নিশ্চিত করবে। নকিয়ার নতুন এ দুটি মডেলের সিম পরিবর্তনের সুবিধাও অন্য সেটগুলোর তুলনায় স্বাচ্ছন্দ্যময়।

নকিয়া ইমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান জানান, বাজারে প্রচলিত অন্য সব ডুয়াল সিমের মোবাইল ফোনের তুলনায় নকিয়া এক্স ১-০১ এবং নকিয়া সি ২-০০ মডেলের মেমোরি ক্ষমতা বেশি।

আবু দাউদ খান বলেন, এসব সুবিধা ছাড়াও নকিয়ার নতুন দুটি সেটই পাঁচটি ভিন্ন ভিন্ন সিম কার্ডের বৈচিত্র্য ধারণে সক্ষম। এগুলোর প্রতিটিকে ভিন্ন ভিন্ন নামে চিহিত করা সম্ভব। এছাড়াও প্রতিটি সিমের কল, এসএমএস কিংবা ডেটা সেটিংস বিবরণ নেওয়া যায়।

এ বছর নকিয়া ‘কানেকটিং দ্য নেক্সট বিলিয়ন’ শিরোনামে প্রচারণা কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করে। কর্মসূচির আওতায় নকিয়া পরবর্তী দশ লাখ মানুষকে যুক্ত করার ল্য নির্ধারণ করে। এ উদ্যোগে তাদের জন্যই যাদের হাতে এখনও পর্যন্ত মোবাইল ফোন পৌঁছায়নি।

উল্লেখ্য, গত এক যুগ ধরে বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা খুব দ্রুত বেড়েছে। এরপরও বিপুল সংখ্যক মোবাইল ফোন গ্রাহকদের একটি বড় অংশের কাছে এখনও পর্যন্ত মানসম্মত মোবাইল ফোন পৌঁছেনি।

নকিয়া ইমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বাংলানিউজকে বলেন, এ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নকিয়া বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কাজ শুরু করে। এরই মধ্যে মধ্যবিত্তের চাহিদায় সঙ্গে তাল মিলিয়ে আধুনিক মোবাইল ফোন তৈরি করছে নকিয়া।

এ প্রচেষ্টায় প্রতি বছর নকিয়া স্বল্প আয়ের গ্রাহকদের জন্য নানাবিধ সুবিধাযুক্ত মোবাইল সেট বাংলাদেশের বাজারে অবমুক্ত করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় ডুয়াল সিমযুক্ত দুটি মোবাইল ফোন বাজারে নিয়ে আসছে নকিয়া।

বাংলাদেশ সময় ২১০৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।