বাংলাদেশের বাজারে প্রথমবার বিশেষ প্রযুক্তির স্মার্ট কনভার্টিবল রেফ্রিজারেটর এনেছে স্যামসাং ইলেকট্রনিক্স, বাংলাদেশে।
টুইন কুলিং প্লাস প্রযুক্তির এই এক্সক্লুসিভ রেফ্রিজারেটরগুলো দারুণ সতেজতা এবং ফ্লেক্সিবল স্পেস ও এনার্জি সেভিং-এর নিশ্চয়তা দেয়।
গ্রাহকদের প্রত্যাশিত চাহিদা পূরণ এবং কষ্ট কমাতেই এই রেফ্রিজারেটরে ব্যবহার হয়েছে নতুন প্রযুক্তির।
বিশেষ ধরনের এই প্রযুক্তিযুক্ত রেফ্রিজারেটরে শাকসবজি দীর্ঘ সময় সতেজ থাকে এবং সর্বত্র ৭০% পর্যন্ত আদ্রতা ধরে রেখে খাবারকে রাখে সম্পূর্ণ সতেজ।
একক ইভাপোরেটর পদ্ধতির রেফ্রিজারেটরে দুটি কম্পার্টমেন্টের মধ্যে আন্তঃসংযোগ থাকায় শাকসবজি ও রান্না করা খাবারের গন্ধ যেখানে মিশে যায়। কিন্তু টুইন কুলিং পদ্ধতিতে দুটি পৃথক ইভাপোরেটর থাকায় দুই কমপার্টমেন্টের মধ্যে বায়ূ পরিবহন রোধ বজায় থেকে খাবারের আসল স্বাদ ও গন্ধ অটুট থাকে।
এছাড়াও এই রেফ্রিজারেটর ফাইভ ইন ওয়ান স্মার্ট কনভার্সনের নতুন প্রযুক্তি দিবে ফ্রিজ ও ফ্রিজারের পাঁচটি ভিন্ন মোড।
স্যামসাং বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ বলেন, স্যামসাং-এ আমরা সবসময় নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করি এবং গ্রাহকদের জন্য সর্বাধুনিক উদ্ভাবনগুলো আনার চেষ্টা করি। এই গ্রীষ্মে বাংলাদেশে প্রথমবার আমরা ‘স্মার্ট কনভার্টিবল রেফ্রিজারেটর’ নিয়ে এসেছি। গ্রাহকরা যেটি পছন্দমতো নিয়ন্ত্রণ করতে পারবেন এবং পাবেন সেরা সব ফিচার।
৭০ হাজার ৯০০ টাকা থেকে ৯৪ হাজার ৯০০ টাকার মধ্যে দেশব্যাপী স্যামসাং‘র অনুমোদিত স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে এগুলো। এছাড়া কম্প্রেসারের ওপর ১০ বছর ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। অনুমোদিত ডিস্ট্রিবিউটরগুলো হচ্ছে- ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল এবং ৠাংগস।
এক্ষেত্রে ইএমআই সুবিধাও পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এসজেডএম