ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিএএস’র সভাপতি নির্বাচিত প্রফেসর ড. আমিনুল ইসলাম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৬
বিএএস’র সভাপতি নির্বাচিত প্রফেসর ড. আমিনুল ইসলাম প্রফেসর ড. আমিনুল ইসলাম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর ইমেরিটার্স ড. আমিনুল ইসলাম ২০১৬-২০১৮ সাল মেয়াদে বাংলাদেশ একাডেমিক অব সায়েন্সেস (বিএএস) পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিএএস’র প্রশাসনিক ও একাডেমিক কার্যকলাপ পরিচালনা এবং ব্যবস্থাপনার লক্ষ্যে ২১ মে নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন এই কাউন্সিলে

সহ-সভাপতি পদে নির্বাচিত হন প্রফেসর ড. কাজী আবদুল ফাত্তাহ এবং প্রফেসর ড. নাঈুম চৌধুরী।

এছাড়া ট্রেজারার হিসেবে ড. জেড. এন তাহমিদা বেগম, সম্পাদক প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, সহযোগী সম্পাদক প্রফেসর ড. হাসিনা খান নির্বাচিত হন।

এছাড়া সাবেক সম্পাদক (পদাধিকার বলে) প্রফেসর ড. এম সুলতান উল আজিজ এবং ছয়জন সদস্য ‘প্রফেসর ইমেরিটার্স ড. এম শমসের আলী, জাতীয় ইমেরিটার্স বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা, প্রফেসর ড. জহিরুল করিম, প্রফেসর ড. হাজেরা মাহতাব, প্রফেসর ড. লিয়াকত আলী এবং প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর’ রয়েছেন পরিষদে।

বাংলাদেশ একাডেমিক অব সায়েন্সেস (বিএএস) দেশের প্রধান বৈজ্ঞানিক পরিষদ। এটি একটি অ-রাজনৈতিক, বেসরকারি সংস্থা যা দেশের বিশিষ্ট বিজ্ঞানী, প্রযুক্তিবিদদের মধ্য থেকে নির্বাচিত ফেলো কর্তৃক পরিচালিত হয়ে আসছে।

ড. এম. কুদরত-ই-খুদা এই কাডেমির প্রথম সভাপতি ছিলেন। ফাউন্ডেশন ফেলোগণসহ এই পরিষদের বর্তমান ফেলোর সংখ্যা ৮১ জন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ২৯, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।