বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে সোমবার (৩০ মে) খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই কর্মসূচিতে চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বশেষ সংস্করণের ব্যবহারিক প্রয়োগ, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ধারণা, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির চিত্রসহ নানাবিধ বিষয় উপস্থাপন করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিসিএস’র খুলনা শাখার চেয়ারম্যান সৈয়দ মো: মোকসুদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট নুর ইসলাম। কর্মসূচিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস এর মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং ট্রাইজেম কম্পিউটারের স্বত্বাধিকারী মোতালেব হোসেন মানিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কর্মসূচির সমন্বয়কারী ও সমিতির সহ-সভাপতি ইউসুফ আলী শামীম এবং সমিতির খুলনা শাখার কর্মকর্তাবৃন্দ।
কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা শীর্ষক ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। শুধু আলোচনাই নয়, ছিলো প্রশ্নোত্তর পর্ব এবং কুইজও।
অনুষ্ঠানে প্রশ্ন দাতা এবং সঠিক উত্তর দাতাদের পুরস্কৃতও করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এসজেডএম