চীনের বেইজিংয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো সেবা বাণিজ্যের মেলা ‘চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস’। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের সহযোগিতায় ২৯ মে থেকে শুরু হওয়া তিন দিনের এই মেলায় অংশ নেয় বেসিসের সদস্যভুক্ত ৬টি কোম্পানি।
“বিভিক্রিয়েটিভস, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ফিল্ড ইনফরমেশন সল্যুউশন লিমিটেড, আইস৯ ইন্টারঅ্যাক্টিভ লিমিটেড, কাজ সফটওয়্যার লিমিটেড এবং সিনেসিস আইটি লিমিটেড” মেলায় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের প্যাভিলিয়নে নিজেদের প্রোডাক্ট প্রদর্শন করে।
একই প্যাভিলিয়নে ইকুয়েডর, কেনিয়া, মেক্সিকো, রুয়ান্ডা, তুর্কি, উগান্ডার প্রায় ২০টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মায়ানমার এবং নেপালের পর্যটন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দেশের পর্যটন খাতের সফলতা ও সম্ভাবনা তুলে ধরা হয়। এক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অতর্কি ট্যুরস।
নেদারল্যান্ড ট্রাস্ট ফান্ড ৩ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ থেকে অংশ নেয়া প্রতিনিধি দলে ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসেইন খালেদ, বেসিসের সচিব হাশিম আহম্মাদ, নেদারল্যান্ড ট্রাস্ট ফান্ড ৩ বাংলাদেশ প্রকল্পের সমন্বয়ক মাহফুজুল কাদের প্রমুখ।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এই মেলা বিশ্বব্যাপী সেবা বাণিজ্যের প্রথম বিশেষায়িত প্লাটফর্ম। যেখানে ব্যবসায়, যোগাযোগ, শিক্ষা, আর্থিকসহ ১২টি সেবা বাণিজ্যের প্রদর্শনী এবং এসব খাতের বিভিন্ন দিক নিয়ে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ ধরনের মেলার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন সেবা উপস্থাপন সহ বিভিন্ন খাতের সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরারা সুযোগ হয়। ফলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায় সম্প্রসারণের সুযোগ তৈরি পায়।
উল্লেখ্য, এবারের মেলায় বিশ্বের ৫১৮টি কোম্পানি অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এসজেডএম