ঢাকা: জাতীয় বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবের পর গ্রাহকের থেকে অতিরিক্ত টাকা কাটা শুরু করেছে মোবাইল অপারেটরগুলো।
বৃহস্পতিবার (০২ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্দেশনা পেয়ে এ অতিরিক্ত টাকা কাটা শুরু হয়।
গ্রাহকদের এসএমএস-এর মাধ্যমে অতিরিক্ত টাকা কাটার বিষয়ে জানিয়েও দিচ্ছে মোবাইল অপারেটরগুলো।
শুক্রবার (০৩ জুন) বাংলালিংকের পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক নির্দেশনা ও সরকারি আদেশনামা অনুসারে সব মোবাইল ফোন সেবার ওপর বর্তমানের ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
‘এর প্রেক্ষিতে ৩ জুন থেকে সব মোবাইল ফোন সেবার ওপর পরিবর্তিত চার্জ প্রযোজ্য হবে। ’
গ্রামীণফোনের হেড অব এক্সাটার্নাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল বাংলানিউজকে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এরইমধ্যে নতুন ট্যারিফ কার্যকর করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তব্যে বলেন, গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইলের সিম কর ব্যাপক হারে কমিয়েছি। এ কারণে সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।
অর্থমন্ত্রীর প্রস্তাবের ফলে বর্তমান মোবাইল ফোনের সিমের সেবার ওপর ১৫ শতাংশ মূল্যসংযোজন কর (ভ্যাট), ১ শতাংশ সারচার্জের সঙ্গে নতুন ২ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এমআইএইচ/ওএইচ/এমএ