ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিভাগীয় জেলায় চলছে বিসিএস’র আইসিটি প্রোগাম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ৫, ২০১৬
বিভাগীয় জেলায় চলছে বিসিএস’র আইসিটি প্রোগাম

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি।

সেই ধারাবাহিকতায় শনিবার বরিশাল জেলা স্কুল মিলনায়তন এবং রবিবার ভোলা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় আইসিটি বিষয়ক এ কার্যক্রম।

আয়োজনে সহযোগিতা করছে বিসিএস’র শাখা কমিটিগুলো।

বরিশালে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা তাদের সামনে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা শীর্ষক ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলার জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস‘র মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস’র বরিশাল শাখার চেয়ারম্যান সৈয়দ মোঃ রইচ উদ্দিন। অনুষ্ঠানে আরো ছিলেন সমিতির সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, পরিচালক এ.টি. শফিক উদ্দিন আহমেদ, এস.এম ওয়াহিদুজ্জামান, আইবিপিসি’র প্রতিনিধি মো: ফয়সাল খান সহ প্রমুখ।

এদিকে ভোলায় কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান। অন্যদের মধ্যে ছিলেন কর্মসূচির সমন্বয়কারী ও সমিতির সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, পরিচালক এ.টি. শফিক উদ্দিন আহমেদ, এস.এম ওয়াহিদুজ্জামান, আইবিপিসি‘র প্রতিনিধি মো: ফয়সাল খান এবং বিসিএস’র বরিশাল শাখার কর্মকর্তাবৃন্দ।

বরিশাল এবং ভোলায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচিতে আলোচক ছিলেন বিশিষ্ট আইটি লেখক এবং সিসটেক ডিজিটাল লিঃ এর চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ট্রাইজেম কম্পিউটার এর স্বত্বাধিকারী মোতালেব হোসেন মানিক।

কর্মসূচিতে অংশগ্রহনকারীরা কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কারও জিতে নেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।