ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি পণ্যের উপর ভ্যাট কমানোর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ৭, ২০১৬
আইসিটি পণ্যের উপর ভ্যাট কমানোর আহ্বান ছবি:সুমন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিটি পণ্যের উপর ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব ইঞ্জি.সুব্রত সরকার। মঙ্গলবার দুপুরে (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘জাতীয় বাজেট ২০১৬-২০১৭ পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় সরকারের প্রতি তিনি এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

তিনি বলেন, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু ‘অপটিক্যাল ফাইবার ক্যাবল’ এর আমদানি শুল্ক ১০শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব করায় আমরা আশাহত। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়তে অপটিক্যাল ফাইবার ক্যাবল এর আমদানি শুল্ক যেখানে শূন্য শতাংশ করা উচিত সেখানে ১৫ শতাংশ বৃদ্ধি করা দুঃখজনক।

তিনি আরো বলেন, দিন দিন আইসিটির সমস্ত পণ্যের দাম বাড়ছে। বিদায়ী অর্থবছরে ২২ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর আমদানি শুল্ক থেকে রেয়াত পেয়ে আসছিলো। কিন্তু প্রস্তাবিত বাজেটে এই সুবিধা কমিয়ে ২২ ইঞ্চির স্থলে ১৯ ইঞ্চি করা হয়েছে। এছাড়া বর্তমান বিশ্বে ২২ ইঞ্চি বা তার নিচের কোনো মনিটর খ্যাতিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান নির্মাণ করে না। তাই শুল্ক না কমালে ২২ ইঞ্চির নিচে কোনো মনিটর উৎপাদন করা সম্ভব হবে না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৬ আগস্ট বাংলাদেশ টাস্কফোর্স এর ২য় সভায় বাংলাদেশে ডিজিটাল পণ্য তৈরি ও সংযোজনের উদ্যোগ গ্রহণের উপর জোর দেন।

মাননীয় প্রধানমন্ত্রীর এ প্রস্তাব বাস্তবায়ন করার লক্ষ্যে আইসিটি তথা কম্পিউটার যন্ত্রাংশের উপর থেকে সকল ধরণের শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সুব্রত সরকার আরো বলেন,খুচরা পর্যায়ে কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ বিক্রির উপর ব্যবসায়ী বা দোকানের ক্ষেত্রে পূর্বে পরিশোধিত প্যাকেজ মূসকের সমপরিমাণ বহাল রাখার জন্য বিসিএস এর পক্ষ থেকে প্রস্তাব করা হলেও প্রস্তাবিত বাজেটে তা দ্বিগুণ করা হয়েছে।

তিনি বলেন, প্যাকেজ মূসককে বহাল রাখা ও প্যাকেজ মূসককে চূড়ান্ত মূসক হিসেবে গণ্য করা হোক।

এছাড়া সরকারি সাহায্য ও সহযোগিতা ছাড়া আইসিটি খাতে বেসরকারি উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি আলী আশফাকসহ আরো বক্তব্য রাখেন,সহ-সভাপতি ইউনুস আলী,পরিচালক এ,টি.শফিক উদ্দিন আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ৭,২০১৬
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।