ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিন্ন মাত্রার শিক্ষা বিষয়ক প্লাটফর্ম ‘এডুটিউববিডি ডটকম’

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ৯, ২০১৬
ভিন্ন মাত্রার শিক্ষা বিষয়ক প্লাটফর্ম ‘এডুটিউববিডি ডটকম’

দেশে বেশ কিছু শিক্ষা বিষয়ক পোর্টাল থাকলেও সেখানে একসঙ্গে সব ধরনের সুবিধা পাওয়া যায়না। যেমন কিছু পোর্ট‍াল শুধুমাত্র সাজেশন, কিছু পোর্টালে ভিডিও এবং কিছু পোর্টাল অনলাইন কোর্সকে প্রধান্য দেয়।

এক্ষেত্রে এডুটিউববিডি ডটকম (edutuebd.com) কিছুটা ভিন্ন মাত্রায় কাজ করছে।

এই পোর্টালে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলে যে কেউ যেকোনো নোট, প্রশ্ন, সাজেশন যা ওয়ার্ড, পিডিএফ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেল ফাইল কিংবা ভিডিও হিসেবে রাখতে পারবেন। এরপর তা নিজের ফেসবুক বা টুইটারে লিঙ্ক শেয়ার করতে পারবেন। এখানে অন্য ব্যবহারকারীরা কি ধরনের নোট, সাজেশন, ফাইল আপলোড করছে তা দেখে ধারণাও নেয়া যাবে এবং প্রয়োজনে ডাইনলোড করা যাবে।

এছাড়া অ্যাকাউন্ট হোল্ডারদের একজনের শিক্ষার উপকরণ অন্য একাউন্ট হোল্ডাররা প্রায় প্রতিনিয়ত আপলোড করছে তা ফলো করতে পারবেন।

এভাবে শিক্ষক অথবা প্রতিষ্ঠান অ্যাকাউন্ট চ্যানেল খুলে প্রয়োজনীয় নোট দিলে, ছাত্র-ছাত্রীরা ফলো করতে পারবে এবং সবার কাছে নতুন ফাইলের নোটিফিকেশন চলে যাবে।

এডুটিউব ডটকমের ব্যবস্থাপনা পরিচালক শারমিন মাহজাবিন বলেন,  প্রচারণার অভাবে আমাদের এই পোর্টালের কথা এখনও অনেকেই জানেন না। বাংলাদেশের প্রক্ষোপটে শিক্ষার ভাল সুযোগ সুবিধা শহরের স্কুলগুলোতে সীমাদ্ধ। তাই এ খাতের সংশ্লিষ্টরা এগিয়ে আসলে গ্রামের সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরাও এসব সুবিধা ব্যবহারের সুযোগ পাবে।

মাহজাবিন আরো বলেন, শহরে ভালভাবে শিক্ষা গ্রহনের ব্যবস্থা থাকায় গ্রামের অনেকে শহরে এসে অনেক টাকা খরচ করে। অথচ লেকচার নোট বা প্রশ্নগুলো অনলাইনে পাওয়া গেলে হয়ত অনেক ছেলেমেয়েকে ঢাকায় কষ্ট করে এসে মেসে থেকে কোচিং-এ  টাকা খরচ করতে হতোনা। এসব সমস্যার সমাধান দিতে এডুটিউববিডি ডটকম নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কিছু শিক্ষককে এই সাইটের সঙ্গে  সম্পৃক্ত করা হয়েছে। এখানে পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ১৫টি টপিক এর উপর প্রায় ১০০টির মত ধারণা দেওয়া হয়েছে।

তিনি জানান, রাজউক স্কুল ২০১৫ সালের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রশ্ন দিয়েছে এছাড়া সাউথয়েষ্ট স্কুলের প্রশ্নও পাওয়া যাচ্ছে।  

এডুটিউববিডি ডটকম এর ফেসবুক পেজ  facebook.com/edutubebd.com থেকেও এসব তথ্য পাওয়া যাবে।

এই পোর্টালে পঞ্চম শ্রেনী এবং অষ্টম শ্রেণী ইংরেজী ফর টুডের উপর বেশকিছু মডিউল রয়েছে। শীঘ্রই আনা হচ্ছে এসএসসি, এইচএসসি, ইংরেজী সংস্করণ ওলেভেল আর এ লেভেলে বিজ্ঞান, কলা, বাণিজ্য ক্লাসের প্রশ্ন মডিউল সহ আরো অনেক বিষয়।

প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কল্যাণে স্কুল কলেজে প্রদর্শনী, সেমিনার করতে আগ্রহী। তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের প্রোগ্রাম করতে ইচ্ছুক তারা ফেসবুকের মাধ্যমে জানাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।