ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেপ্টেম্বরেই নতুন চেহারায় ফেসবুক

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১
সেপ্টেম্বরেই নতুন চেহারায় ফেসবুক

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগে সুদীর্ঘ সময় একচ্ছত্র আধিপত্য করেছে ফেসবুক। তবে সময়টা এখন চ্যালেঞ্জিং।

কারণ এ মাধ্যমের সদ্য সদস্য গুগল প্লাস। তাই প্রতিপক্ষকে মোটেও হালকা করে দেখার সুযোগ নেই। এ সত্যটা ফেসবুকও অনুধাবন করেছে।

এরই মধ্যে নতুন এ প্রতিযোগিতা সামাল দিতে ফেসবুক তার চেহারায় আমূল পরিবর্তনে কাজ শুরু করেছে। আগামী সেপ্টেম্বরেই ‘ফেসবুক এডিশন’ নামে বহুমাত্রিক নতুন সব টুলস নিয়ে মাঠে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফেসবুক।

তবে এ ধরনের তড়িৎ উদ্যোগের পেছনে গুগল প্লাস কাজ করছে এসত্যটা মানতে নারাজ ফেসবুক কর্তৃপক্ষ। সময়ের প্রয়োজনেই ফেসবুকের নতুন অবয়ব ফেসবুক এডিশন সম্পাদনার কাজ করছে ফেসবুকের ডিজাইন বিভাগ।

এ মুহূর্তে বিশ্বব্যাপী ফেসবুক গ্রাহকের সংখ্যা ৭৫ কোটি ছাড়িয়ে গেছে। আর ডজন খানেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এখন ফেসবুকের অ্যাপলিকেশন ব্যবহার করছে। এর মধ্যে সিএনএন, দ্য ডেইলি এবং ওয়াশিংটন পোস্ট অন্যতম। অচিরেই নিউ ইয়র্ক টাইমসের সঙ্গেও নতুন আঙ্গিকে সেবা চুক্তি করবে ফেসবুক।

এরই মধ্যে সংবাদভিত্তিক লাইক বাটন অনলাইন নিউজ সাইটগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। এ কারণেই ফেসবুক ব্যবসায়ীক সম্ভাবনা এবং জনপ্রিয়তা টিকিয়ে রাখতে নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছে।

নতুন এ সংস্করণের মাধ্যমে ফেসবুকপ্রেমীরা খুদে আদলের ফেসবুক ব্যবহারের সার্বিক সুবিধা উপভোগ করতে পারবেন। এ প্রসঙ্গে ফেসবুক মুখপাত্র জানান, নতুন কিছু নয়। সময়ের প্রয়োজনীয় নিজেকে খানিকটা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে চাইছে ফেসবুক।

উল্লেখ্য, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলো বিজ্ঞাপনী বার্তার বিনিময়ে আর্থিক যোগান পেয়ে থাকে। এ ব্যবসায় অ্যাপলিকেশন টুলস হচ্ছে আয়ের অন্যতম মাধ্যম। তাই খানিকটা বাণিজ্যিক চাহিদা এবং সহযোগীতার উদ্দেশ্য নিজের পুরনো অবয়ব বদলে নিতেই আসছে ফেসবুকে নতুন সংস্করণ।

আর্বিভাবের মাত্র কয়েক দিনেই গুগল প্লাস ১ কোটি গ্রাহকের গণ্ডি পেরিয়েছে। এর ফলে সামাজিক নেটওয়ার্ক মাধ্যমে প্রতিযোগিতার আবহ সৃষ্টি হয়েছে। এ মুহূর্তে এ দুটি সামাজিক মাধ্যম তাদের সেবায় সহজবোধ্যতা, ব্যক্তিতথ্য নিরাপত্তা, ফটো এবং ভিডিও চ্যাটে টুলসভিত্তিক অ্যাপলিকেশনের মানোন্নয়নে কৌশলগত কাজের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে চাইছে।

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, এ প্রতিযোগিতায় প্রকৃত সুফল গ্রাহকের জন্যই বরাদ্দ। কারণ ফেসবুকের একচেটিয়া মনোভাবের কারণে গ্রাহকদের অভিযোগ অনেকটা আমলেই নেয়নি ফেসবুক। কিন্তু গুগল প্লাসের কারণে অনেকটাই নড়েচড়ে বসেছে ফেসবুক।

বাংলাদেশ সময় ১৯৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।