বাংলাদেশি সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিকারক প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা নিজস্ব পোর্টফলিও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার উপযোগী এই অ্যাপ্লিকেশনটি ব্যাবহার করে রেভারি সম্পর্কে যে কোন তথ্য জানতে পারবেন আগ্রহীরা।
পোর্টফোলিও অ্যাপটি সম্পর্কে বলতে গিয়ে রেভারি’র ম্যানেজিং ডিরেক্টর নাসিমা আক্তার নিশা জানান, গত চার বছরে গুগল অ্যান্ড্রয়েড ও অ্যাপল আইওএস প্লাটফর্মে ৭৫ টিরও বেশি মোবাইল অ্যাপ্লিকেশন ও মোবাইল গেমস বানিয়েছে রেভারি।
অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ম্যাচ মেকার, উন্মাদ, ফ্রাপি বার্ড, রক অ্যান্ড রোল, পোসড এগ, ক্যানভাস, এস্কেপবোট, ক্রিকেট রেকর্ড-২০১১, হাউ মাচ ইউ নো বাংলাদেশ, হাউ টু ওয়্যার এ শাড়ি, ডেথ কিস ও হলিউড ম্যানিয়া ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশ সহ দেশের বাইরে আমেরিকা, কানাডা, ইউরোপের অনেক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে রেভারি।
তিনি আরো জানান, বিশ^ব্যাপী রেভারি সম্পর্কে জানাতে পোর্টফোলিও অ্যাপটি তৈরি করা হয়েছে।
রেভারি ল্যাব মিমোসা মোবাইল অ্যাপ্লিকেশন ও গেমস ডেভেলপমেন্টের পাশাপাশি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাপ স্টোর সার্ভিস, মোবাইল অ্যাপ মার্কেটিং, অ্যাপ স্টোর রিচার্স এবং আইটিইএস সার্ভিস নিয়ে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এসজেডএম