ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন-ভিত্তিক বিজ্ঞাপনে নতুন মাত্রা রবি’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
মোবাইল ফোন-ভিত্তিক বিজ্ঞাপনে নতুন মাত্রা রবি’র

ঢাকা: ক্রেতাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে পণ্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছে দিতে ‘মোবিরিচ’নামে একটি ডিজিটাল সেবা চালু করেছে রবি।

 

সুনির্দিষ্ট তথ্য-নির্ভর প্রোফাইলিংয়ের মাধ্যমে যে কোন পণ্য বা সেবার সবচেয়ে সম্ভাব্য ক্রেতার হাতে বিজ্ঞাপনটি পৌঁছে দিতে বিভিন্ন ব্র্যান্ড এবং স্বল্প ও মাঝারি-পুঁজির উদ্যোক্তাদের (এসএমই) জন্য প্লাটফর্মটি সহায়ক হবে।

বুধবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, দেশে প্রথমবারের মত এমন একটি অত্যাধুনিক মোবাইল অ্যাডভারটাইজিং প্লাটফর্ম চালু করলো তারা।

মোবিরিচের প্রযুক্তিটি এমনভাবে সাজানো যেন ব্যান্ড বা এসএমই’র বার্তাগুলো সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে পৌঁছায়। প্লাটফরমটি গ্রাহকের প্রয়োজন ও পছন্দের বিষয়টি নিরুপণের মাধ্যমে এসএমএস বা ভয়েস কলের মাধ্যমে পণ্য বা সেবার তথ্যটি পৌঁছে দেবে।

মোবাইলস্কয়ার্ড পরিচালিত এক জরিপ অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারকারীরা একটি এসএমএস পাওয়ার তিন মিনিটের মধ্যে তা পড়েন। তাই এ সেবাটি একটি কার্যকর যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে নিশ্চিতভাবে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব।

মোবিরিচের ডিজিটাল বিজ্ঞাপন তিনটি মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানো হয়। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে এসএমএস। এর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা সহজেই তাদের কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন। কারণ রবি বেশ কয়েকটি সূচকের ভিত্তিতে গ্রাহকের প্রয়োজন ও চাহিদার বিষয়টি নিরূপণ করে থাকে। এক্ষেত্রে ভয়েস অ্যাডেরও চাহিদা রয়েছে। এর মাধ্যমে গ্রাহক ফোন কল রিসিভ করলে তাকে স্বয়ংক্রিয় ব্যবস্থায় বার্তা পৌঁছানো হয়।

এছাড়া মোবিরিচের মাধ্যমে গ্রাহককে মিসড কল অ্যালার্ট ও বিল পে-সার্ভিসের মত নোটিফিকেশন অ্যাড প্রদান করা হয়, যার মাধ্যমে বিজ্ঞাপনদাতারা তাদের কাঙ্ক্ষিত গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

আগামী দিনগুলোতে অন্যান্য কর্পোরেট হাউজ ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে মোবাইল বিজ্ঞাপনী এই সেবাটিকে এক নতুন মাত্রায় পৌঁছে দিতে চায় রবি।

মোবিরিচ সম্পর্কে জানা যাবে www.mobireach.com.bd এই সাইটে ভিজিট করে। সেবাটি গ্রহণ করার জন্য সাইটে দেয়া কনটাক্ট ফরমটি পূরণ করতে হবে গ্রাহককে।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এমআইএইচ/জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।