মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদকে ঘিরে সবচেয়ে বেশি কেনাকাটার রেওয়াজ বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই মৌসুমটা এখন শুরু।
তবে ব্যস্ত নগরজীবনে বাজারে বাজারে ঘুরে কেনাকাটা বর্তমানে কঠিন একটা কাজে। সঙ্গেতো আছে জানজটের দুশ্চিন্তা। এ সমস্যার সমাধান হয়ে উঠতে পারে অনলাইন। বাংলাদেশের ই-কমার্স ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশ কিছু সুবিধা্ থাকায় অনলাইনে কেনাকাটা অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ই-কমার্স সাইটগুলো উপলক্ষ বেছে বিশেষ আয়োজন করে থাকে। আপনজোন ডট কমে ঈদ কেনাকাটা উৎসব শুরু হচ্ছে ১৫ জুন থেকে। চাঁদ রাত পর্যন্ত চলা এই ঈদ উৎসবে ক্রেতারা ঈদের পোশাক, গহনা, ঘড়ি, পারফিউম, টি-শার্ট, মোবাইল ফোন সহ বিভিন্ন পন্য কিনতে পারবেন বিশেষ ছাড়ে। সাথে থাকছে নিশ্চিত উপহার।
ঈদ উপলক্ষে আপনজোন ডটকমের এ উৎসব উপভোগ করতে পারবেন দেশব্যাপী ক্রেতারা। দেশের যেকোন স্থানে ফ্রি হোম ডেলিভারি দিচে। চ তারা। এছাড়াও সিটি ব্যাঙ্ক এর গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০% ডিস্কাউন্ট।
আসিফ আহনাফ প্রতিষ্ঠানের সিইও বলেন, ক্রেতারা এখানে ঈদ কেনাকাটা করে ৫% থেকে ৫০% ক্যাশব্যাক পাবেন যা তিনি পরবর্তিতে যেকোন সময় আপনজোন ডটকম থেকে কেনাকাটায় ব্যবহার করতে পারবেন। এছাড়াও ঈদের বিশেষ অফার হিসেবে মাত্র ৭৪০ টাকায় ১ বছরের বিক্রয়োত্তর সেবা সহ মাল্টিমিডিয়া ডুয়েল সিম মোবাইল ফোন পাওয়া যাবে।
আসিফ আহনাফ মনে করেন, ঘরে বসেই বিড়ম্বনা ছাড়াই পছন্দের পণ্য কেনাকাটা করা তার উপর বিভিন্ন ডিস্কাউন্ট ও অফার থাকায় অনলাইনে কেনাকাটা বেড়েছে।
উৎসবে যোগ দিতে ভিজিট করুনঃ http://www.aponzone.com/ এই সাইটে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসজেডএম