ঢাকা: বেশ কয়েক বছর ধরেই আইফোনের কিছু ডিফল্ট অ্যাপ মুছে ফেলার ব্যবস্থা করতে অ্যাপলকে অনুরোধ জানিয়ে আসছিলেন ব্যবহারকারীরা।
কারণ আইফোনের এমন অনেক অ্যাপ আছে যা একদমই ব্যবহার করা হয় না অনেকের।
আপনারা যারা ডিফল্ট অ্যাপ মুছে ফেলতে চাচ্ছিলেন, তাদের জন্য আশার খবর হলো, এই প্রথমবারের মতো আইফোন থেকে ডিফল্ট অ্যাপ মুছে ফেলার সুযোগ চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোনের পাশাপাশি আইপ্যাড ও আইপড টাচেও এ সুযোগ মিলবে।
তবে সব ডিভাইস থেকে নয়, কেবল আগামীতে বাজারে আসতে যাওয়া আইওএস১০ অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলোতেই শুধু এই সুবিধা থাকবে। আইফোন, আইপ্যাড বা আইপড টাচ তৈরির সময়ই বেশ কিছু অ্যাপ ডিফল্ট অবস্থায় ডিভাইসগুলোতে ইনস্টল করে থাকে অ্যাপল, যাদের কোন কোনটা বেশ প্রয়োজনীয়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা, জুন ১৬, ২০১৬
একেএ