প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের বাজেট প্রস্তাবনা নিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এফবিসিসিআই এর সদস্যভুক্ত সকল তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে বুধবার (১৫ জুন) এফবিসিসিআই মিলনায়তনে এই সভা আয়োজিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট শফিউল ইসলামের সভাপতিত্বে এবং বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসানের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তবিত বাজেট নিয়ে আয়োজিত এ সভায় মাতলুব আহমাদ বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মূল চালিকাশক্তি হলো তথ্যপ্রযুক্তি নির্ভর খাতগুলো। এই খাতের উপর বিভিন্ন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স ধার্য করা হলে তা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাট-ট্যাক্স রহিত করতে হবে।
শফিউল ইসলাম বলেন, একটি দেশের সরকারের সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো খাতের উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের গার্মেন্টস খাতকে যেভাবে বিভিন্ন প্রনোদনার মাধ্যমে এগিয়ে নেয়া হয়েছে, সেভাবেই তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে হবে।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তত ১০ শতাংশ বাজেট সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের জন্য বরাদ্ধ রাখতে হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বাড়িভাড়ার উপর আরোপিত ট্যাক্স ও সম্ভাবনাময় ই-কমার্স খাতের ট্যাক্স রহিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন শামীম আহসান।
এছাড়া আলোচনায় অংশ নেন এফবিসিসিআই পরিচালক শাফকাত হায়দার, আইএসপিএবির উপদেষ্টা আখতারুজ্জামান মঞ্জু, এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটালাইজেশন অব ট্রেড বডিজের চেয়ারম্যান আক্কাস মাহমুদ, বিসিএস সভাপতি আলী আশফাক, আইএসপিএবি মহাসচিব এমদাদুল হক, এমটব মহাসচিব এ টি এম নুরুল কবির, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, বাক্য যুগ্ম-মহাসচিব আমিনুল হক, বিএমপিআইএ সভাপতি রুহুল আমিন আল মাহবুব, সিপিএএবি সভাপতি এটিএম মাহবুবুল আলম, বিসিএমএ সভাপতি মির্জা শামসুল ইসলাম, বিএমপিবিএ সভাপতি নাজিম উদ্দিন জিতু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসজেডএম