ঢাকা: অ্যাপল ওয়াচের পরবর্তী ভার্সনের নতুন দু’টি প্যাটেন্ট অনলাইনে ছড়িয়ে পড়েছে। আর এসব প্যাটেন্টের একটিতে দেখা যাচ্ছে স্মার্টওয়াচটিতে যুক্ত হচ্ছে ক্যামেরা।
প্যাটেন্টে দেখা যায়, ইউজার ইন্টারফেসে প্রথমেই রয়েছে ক্যামেরা অপশন। এটি ওয়াচের ওপরের অংশেই থাকবে। যার ফলে ব্যবহারকারী এর মাধ্যমে ভিডিওসহ নিজের ছবিও তুলতে পারবেন।
অপর এক প্যাটেন্টে দেখা যায়, অ্যাপল ওয়াচের বাম পাশে নতুন করে কিছু বাটন যুক্ত করা হচ্ছে। বর্তমানে এর ডান পাশের বাটনটি ক্রাউন বাটন নামে পরিচিত হলেও নতুন বাটনগুলোর এখনও কোনো নাম দেওয়া হয়নি। এছাড়া এগুলোর বাহ্যিক কোনো অস্তিত্ব থাকবে কিনা সে বিষয়েও কিছু জানা যায়নি।
তাই আপাতত গুঞ্জনেই নির্ভর করতে হচ্ছে প্রযুক্তিপ্রেমীদের।
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেডএস