ঢাকা: ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) অ্যাপল বেশ কিছু নতুন পণ্য ও সফটওয়্যারের আপডেটের ঘোষণা দিলেও পরবর্তী আইফোন নিয়ে কোনো তথ্য জানায়নি। তাই আপাতত আইফোনপ্রেমীদের গুঞ্জন নির্ভরই থাকতে হচ্ছে।
তেমনি এক গুঞ্জন হলো- আইফোনের পরবর্তী ভার্সন অর্থাৎ আইফোন৭ নতুন রংয়ে আসছে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জাপানের ম্যাক ব্লগ ম্যাকাটোকারা জানিয়েছে, স্পেস গ্রে’র পরিবর্তে নতুন ‘ডার্ক ব্লু’ রংয়ে আসবে আইফোন৭। এ সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করা হয়েছে। এছাড়া আগের অন্য রংয়েও পাওয়া যাবে স্মার্টফোনটি।
গত বছর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তার আইফোন-৬ ও ৬ প্লাসেও নতুন রং অর্ন্তভুক্ত করে। পিঙ্ক রোজের নতুন ভার্সনটি প্রযুক্তিপ্রেমীরা সহজেই লুফে নেয়।
এদিকে, রং বদলের বিষয়টি অ্যাপলের ব্যবসায়িক পলিসি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেডএস