ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রি-বুকিং চলছে ‘হ্যালিও এস ২০’ স্মার্টফোনের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ২০, ২০১৬
প্রি-বুকিং চলছে ‘হ্যালিও এস ২০’ স্মার্টফোনের

দীর্ঘ অপেক্ষার পর বাজারে এসেছে এডিসন গ্রুপের সম্পূর্ণ নতুন ব্র্যান্ড হ্যালিও সিরিজের হ্যান্ডসেট “হ্যালিও এস ২০”। সোমবার (২০ জুন) থেকে শুরু করে ২৫ জুন পর্যন্ত নতুন মডেলটি পিকাবো ডটকমে (www.pickaboo.com) প্রি-বুকিং দেয়া যাবে।

বুকিং দেয়ার পর গ্রাহকরা পাবেন একটি এক্সসাইটিং গিফট বক্স।

দেশের বাজারে এটি প্রথম থ্রিডি টাচ অ্যান্ড্রয়েড স্মার্টফোন। ৫.৫ ইঞ্চির এই স্মার্টফোনের ডিসপ্লে ফুল এইচডি অ্যামোলেড প্রযুক্তির যাতে ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশনের সমন্বয় করা হয়েছে।

ফলে এর ছবি, ভিডিও হবে অনেক বেশী উজ্জল এবং কম আলোতে ছবি উঠবে মানসম্মত। ডিসপ্লেতে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় ব্যবহারকারীকে চোখের জন্যও ভাবতে হবেনা। এটি ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সুবিধার একটি হ্যান্ডসেট।    

হ্যালিও এস ২০ এর ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেল সাথে আছে ৬পি লেন্স, আরডব্লিউবি লাইট-সেনসিটিভ টেকনোলজির অ্যাপাচার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আছে ডিসপ্লে ফ্লাশ সেলফি। যার ফলে রাতেও উঠবে দারুণ সব ছবি।

স্মার্টফোনের ব্যবহারকারীরা এতোদিন শুধু স্টিল পিকচার এডিট করতে পেরেছে। তবে এবার হ্যালিও’তে আসা নতুন মডেলে ভিডিও এডিট করা যাবে। এইচডি ভিডিও’র পাশাপাশি এইচডি অডিও রেকর্ডের সুবিধাও আছে।    

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ওএস নির্ভর হ্যালিও এস ২০‘এ ১.৯৫ গিগাহার্জ ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর, ৪জিবি ডিডিআর থ্রি র‍্যাম থাকায় কোনো ধরনের বাধা ছাড়াই গেইম খেলা, ব্রাউজিং ও মাল্টি টাস্কিং হবে অনেক দ্রুত।

তথ্য ধারণের জন্য আছে ৬৪ গিগাবাইট মেমোরী সেইসাথে ১২৮ গিগাবাইটের বাড়তি মেমোরি কার্ড লাগানোর ব্যাবস্থা আছে।  
এছাড়াও এই হ্যান্ডসেটটির ব্যবহারকারীরা ডিটিএস সাউন্ড সিস্টেমে এইচডি কোয়ালিটি অডিও, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং সারাউন্ডিং সাউন্ড পাবে।

৩০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারী যুক্ত হ্যালিও স্মার্টফোনে অ্যামোলেড এবং মীরাভিশন ডিসপ্লে থাকায় ব্যাটারি খরচ এমনিতেই কম এর উপর আবার আছে স্মার্ট পাওয়ার কনজাম্পশন সুবিধা। যা ব্যাটারিকে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে সক্ষম করে।

ব্যাটারি সুবিধায় আরো আছে ফাস্ট চার্জিং যার মাধ্যমে ৩০ মিনিটে পাওয়া যাবে ৫২% চার্জ এবং ফুল চার্জ হতে সময় নিবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।