ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাংবাদিকদের সৌজন্যে বাংলালিংকের ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১৬
সাংবাদিকদের সৌজন্যে বাংলালিংকের ইফতার ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণমাধ্যমকর্মীদের সৌজন্যে ইফতার অনুষ্ঠান আয়োজন করলো দেশের ডিজিটাল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

সোমবার (২০ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইফতারের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এতে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এরিক অস উপস্থিত ছিলেন।
 
প্রতিষ্ঠানটির সিইও এরিক অস সাংবাদিকদের সঙ্গে আয়োজনে মিলিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করে তুলবে।

বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমেদ বলেন, বাংলালিংক দেশের অন্যতম বৃহৎ অপারেটর। গণমাধ্যমের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে পৌঁছাতে পারি। এ সময় অব্যাহত সহযোগিতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

বাংলালিংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মার্কেটিং বিভাগের কর্মকর্তারাও অংশ নেন এ ইফতারে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন, ২০, ২০১৬
এমআইএইচ/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।