ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০২১ সালের মধ্যে ২০ লাখ আইটি এক্সপার্ট চাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুন ২১, ২০১৬
২০২১ সালের মধ্যে ২০ লাখ আইটি এক্সপার্ট চাই

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে ২০ লাখ আইটি এক্সপার্ট গড়ে তুলতে চাই। ইতিমধ্যে ২ লাখ আইটি এক্সপার্ট তৈরি করতে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত এক সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইটি ইঞ্জিনিয়ার্স পরীক্ষার (আইটিইই) সনদ প্রদান এ অনুষ্ঠান আয়োজন করে বিসিসি ও আইসিটি বিভাগ।

প্রতিমন্ত্রী বলেন, আইটিইই পরীক্ষা হচ্ছে জাপানের মান নিয়ন্ত্রিত পরীক্ষা। এটি আন্তর্জাতিক পরীক্ষা। তাই এই পরীক্ষায় উত্তীর্ণরা জাপানের আইটি খাতে কাজের ব্যাপক সুযোগ পেতে পারেন। কেননা, ২০২০ সালের জাপানে দক্ষ ৬০ হাজার আইটি পারসোনাল দরকার হবে। তাই ওদের সে বাজারটা আমাদের ধরতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব শ্রমবাজার হচ্ছে মেধা ভিত্তিক বাজার। কিন্তু আমাদের প্রবাসীরা বেশিভাগই শ্রমভিত্তিক। তাই এখন আইটিতে দক্ষতা অর্জন করতে হবে। আমরা ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আইসিটি এক্সপোর্ট করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, আগামীতে আইটিতে দক্ষ না হলে এগুনো যাবে না। তাই এদিকেই সবাইকে মনযোগ দিতে হবে।

পলক বলেন, প্রবাসীরা আইসিটি এক্সপার্ট হলে রেমিট্যান্স আরও বাড়বে। আইটিইই পরীক্ষার মাধ্যমে দক্ষ এক্সপার্টরা দেশে বিদেশে ভালোভাবে কাজ করতে পারবেন।

সভাপতির বক্তব্যে বিসিসি'র নির্বার্হী পরিচালক এসএম আশরাফুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি ডিজিটাল হিসেবে গড়ে তুলতে চাই। কাজেই আইটিতে দক্ষতা অর্জন করতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী পলক আইটিইই পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করেন। এ পরীক্ষাটি ২০১৪ সাল থেকে জাইকার সহযোগিতায় বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। বিসিসি এটি পরিচালনা করে। প্রতিবছর দু’বার-এপ্রিল ও অক্টোবর মাসে এ পরীক্ষা বাংলাদেশসহ ৭টি দেশে একই প্রশ্নে একই সময় অনুষ্ঠিত হয়।   জাপানসহ এশিয়ার ১৩টি দেশে স্বীকৃত এ পরীক্ষাটি ঢাকার বাইরে রাজশাহী, খুলনা ও চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুন ২১, ২০১৬
ইইউডি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।