ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হু হু করে বাড়ছে ইনস্টাগ্রাম ব্যবহারকারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
হু হু করে বাড়ছে ইনস্টাগ্রাম ব্যবহারকারী

ঢাকা: হু হু করে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের ব্যবহারকারী। গত ১০ মাসে ১০ কোটি নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন ফটো-ভিডিও শেয়ারের ওয়েবসাইটটিতে।

আর সব মিলিয়ে ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা এখন ৫০ কোটি।

এ মাইলফলক ছোঁয়ার পর এক বার্তায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায়, মাত্র ১০ মাসে ১০ কোটি নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন এই সাইটে। এটি অনন্য মাইলফলক। এর ফলে ৫০ কোটি ব্যবহারকারীর কোটা স্পর্শ করেছে ফটো-ভিডিও শেয়ারের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপটির। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপটির কর্তৃপক্ষের তথ্য, এই ব্যবহারকারীদের ৮০ শতাংশই মার্কিন মুলুকের বাইরের লোক।

অথচ ২০১২ সালে একশ’ কোটি ডলারের বিনিময়ে ফেসবুক যখন ইনস্টাগ্রামকে কিনে নেয়, তখন এ নিয়ে সমালোচকদের বিদ্রুপের মুখে পড়তে হয় মার্ক জুকারবার্গকে।

তখন বলা হয়, ছোট্ট একটি ওয়েবসাইট ও তার ১৩ জন কর্মীর জন্য এতোগুলো টাকা গচ্ছা দিতে জুকারবার্গ রাজি হলেন কীভাবে?

চার বছর পর ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বৃদ্ধির গতি প্রমাণ করে ভুল করেননি ফেসবুক নির্বাহী জুকারবার্গ।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।