ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিসের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন চলছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
বেসিসের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন চলছে

দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-২০১৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন চলছে।

শনিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহন পর্ব শেষ হবে বিকাল ৫টায়।

নির্বাচনে মোট ২২ জন প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ৮টি পদের জন্য ২০ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১ পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ২ জন।

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫১৬ জন, এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ৩৬৮ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৪৮ জন।

এছাড়া নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আতিক-ই-রাব্বানী, সদস্য হিসেবে এস এস কামাল ও নাজিম ফারহান চৌধুরী দায়িত্ব পালন করছেন।

আর আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে এ তৌহিদ এবং সদস্য হিসেবে রফিকুল ইসলাম রাউলি ও ফোরকান বিন কাশেম রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ২৫, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।