বাংলাদেশের বাজারে নুতন মডেলের স্মার্টফোন ছেড়েছে অ্যালকাটেল। ইন্টারনেট ব্যবহারের পথ উন্মুক্ত করে দিতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে যৌথভাবে ‘পিক্সি ৪’ নামের মডেলটি এনেছে মোবাইল ফোন প্রস্ত্ততকারক প্রতিষ্ঠানটি।
সাশ্রয়ী মূল্য আর আকর্ষণীয় ডিজাইনের পিক্সি ৪ মডেলের একটির সাইজ ৫ ইঞ্চি এবং আরেকটির সাইজ ৬ ইঞ্চি। বাজার মূল্য যথাক্রমে ৫ হাজার ১৯০ এবং ৮ হাজার ১৯৯ টাকা।
সারাদেশে বাংলালিংক ও অ্যালকাটেলের আউটলেটে গ্রাহকরা নতুন মডেলটি পাবেন।
বৃহস্পতিবার গুলশানে বাংলালিংকের হেড কোয়াটার টাইগার্স ডেন’এ “বাংলালিংক-অ্যালকাটেল pixi 4” হ্যান্ডসেটটি উদ্বোধন করা হয়। বাংলালিংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক এবং অ্যালকাটেলের পক্ষে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রেজাউর রহমান রাসেল, পরিবেশক ইরাসেল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত ও ইরাসেল ম্যানেজার মার্কেটিং রাহিম ইবনে মোবারক।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা বান্ডেল অফারে হ্যান্ডসেটটি কিনতে পারবেন। যে কোনো বর্তমান অথবা নতুন প্রিপেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা আকর্ষনীয় এই অফারটি উপভোগ করতে পারবেন যাতে আছে ৩ জিবি ডাটা।
বান্ডেল অফার পেতে গ্রাহকদের ‘pixi’ লেখে ‘4321’ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ৩ জিবি ডাটার মধ্যে প্রথম মাস ১ জিবি এবং পরবর্তী দুই মাসও ১ জিবি করে ইন্টারনেট উপভোগ করা যাবে।
৫ ইঞ্চির পিক্সি ৪’এ আছে ১.৩ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি ৠাম ও ৮ গিগাবাইট রম। অ্যান্ড্রয়েড মার্শম্যালো ওএস চালিত হ্যান্ডসেটটির ব্যাটারি ২০০০ এমএএইচ।
আর ৬ ইঞ্চির পিক্সি ৪’এর প্রসেসর, ৠাম, রম একই তবে এই হ্যান্ডসেটের ব্যবহারকারীরা ওএস হিসেবে পাবে অ্যান্ড্রয়েড ললিপপ এবং ২৬০০ এমএএইচ ব্যাটারি।
বাংলালিংকের হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ নতুন এ মডেল সম্পর্কে বলেন, আমরা আকর্ষণীয় বাংলালিংক ইন্টারনেট অফারের সঙ্গে দুইটি সুন্দর অ্যালকাটেল স্মার্টফোন বাজারে আনতে পেরে আনন্দিত। স্মার্টফোন ও ইন্টারনেটের চাহিদা পূরনের জন্য অ্যালকাটেলের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি। আশা করছি এটি গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম হবে।
অনুষ্ঠানে পরিবেশক ইরাসেল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত বলেন, আমাদের বিশ্বাস যে স্মার্টফোন ব্যবহারকারীর জন্য অ্যালকাটেল ‘pixi 4’ দুইটি মডেল যুগান্তকারী উদ্ভাবন।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এসজেডএম