ঢাকা: দীর্ঘ অপেক্ষার পর বাজারে এলো এডিসন গ্রুপের হ্যালিও সিরিজের নতুন ফোন ‘হ্যালিও এস ২০’। বাংলাদেশের বাজারে এই প্রথম এডিসন গ্রুপ নিয়ে এলো থ্রিডি টাচ প্রযুক্তির অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
রোববার (২৬ জুন) থেকে www.pickaboo.com সহ এডিসন গ্রুপের স্মার্ট প্ল্যাগইন আউটলেটগুলোতে হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে।
এলটিই সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে। ১৯২০*১০৮০ রেজ্যুলেশনের হ্যান্ডসেটটিতে ছবি এবং ভিডিও করা যাবে ফুল এইচডিতে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে চোখের জন্যও হ্যান্ডসেটটির ডিসপ্লে হবে আরামদায়ক এবং পাওয়ার কনজামশনও হবে কম।
১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকছে হ্যান্ডসেটটিতে। ফাস্ট ডাবল ফোকাসের ফলে ২.৫ গুণ দ্রুত এবং আরও সঠিকভাবে ছবির ডিটেইলস ফোকাস করতে পারবে এর ক্যামেরা। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাতেও রয়েছে নতুন চমক। ডিসপ্লে ফ্লাশ সেলফি ফিচার ব্যবহার করার কারণে রাতেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে উঠবে উজ্জ্বল ছবি।
হ্যালিও এস২০ হ্যান্ডসেটটি দিয়ে ভিডিও এডিট করা যাবে। এইচডি ভিডিও করার সঙ্গে থাকছে এইচডি অডিও রেকর্ড সুবিধা।
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালোর সঙ্গে আছে ১.৯৫ গিগাহার্জ ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর এবং চার জিবি ডিডিআর থ্রি ৠাম। ৬৪ বিট প্রসেসরের ফলে গেম খেলা যাবে ল্যাগ ছাড়া এবং ব্রাউজিং ও মাল্টি টাস্কিং করা যাবে অনেক দ্রুত।
৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতায় রাখা যাবে অনেক বেশি গান, ছবি এবং গেমস। যা ১২৮ গিগাবাইটের পর্যন্ত বাড়ানো যাবে।
৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে এ হ্যান্ডসেটটিতে। ফাস্ট চার্জিং সুবিধায় মাত্র ৩০ মিনিটে পাওয়া যাবে ৫২ শতাংশ চার্জ।
অত্যাধুনিক সব ফিচারের সমন্বয়ে ‘হ্যালিও এস২০’ স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫,৯৯০ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেডএস