বিপুল সংখ্যক পরিবর্তনশীল উপাত্ত এবং তার বিশ্লেষণ বিশ্বজুড়ে ব্যবসা, চিন্তা এবং আগামী দিনের কর্মপরিকল্পনাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। অগণিত উপাত্ত সৃষ্টি ও সংরক্ষণের জন্য নতুন নতুন প্রযুক্তির আগমন একদিকে এই খাতকে যেমন আকর্ষনীয় করে তুলেছে তেমনি সৃষ্টি করছে নতুন সম্ভাবনাও।
তবে সম্ভাবনাময় এ খাতের অংশীদার হতে হলে কর্মদক্ষতায় যেমন পারদর্শী হতে হবে তেমনি হতে হবে খোলা মনের ও উদ্ভাবনী চিন্তার অনুসারী।
‘আনলক দ্য পটেনশিয়াল অব বিগ ডেটা’ শীর্ষক এক কর্মশালায় বক্তাদের আলোচনায় পরামর্শমূলক এমন তথ্য উঠে এসেছে।
ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ক্লাউড ক্যাম্পের প্রতিষ্ঠাতা এবং আমারেকিার ভার্চুস্ট্রিমের ক্লাউড গ্রুপের পরিচালক মোহাম্মদ মাহদী উজ্জামান।
কর্মশালায় বিগ ডেটা কী, কেন এবং কীভাবে এই কার্যক্রমে যুক্ত হতে হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তা মোহাম্মদ জামান বলেন, এই ক্ষেত্রে সফল হওয়ার জন্য কারিগরি দক্ষতার পাশাপাশি নেতৃত্ব গুনাবলীর প্রযোজনীয়তা অনেক বেশি। নতুন ও সৃজনশীল চিন্তার মাধ্যমে কেবল এই ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব।
কর্মশালায় অংশগ্রহণকারীদের বিগডেটা সংক্রান্ত বিভিন্ন টুলস এবং এর স্থাপত্য সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, এই কর্মশালার মাধ্যমে বিগডেটা সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি কার্যক্রমের সূচনা হলো।
আগামী ২৮-২৯ জুলাই ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য বিপিও সামিট ২০১৬ তে এই বিষয়ে একটি সেমিনার ও হাতে কলমের কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকার বাইরেও সেমিনার ও কর্মশালা করার পরিকল্পনা আছে।
এ ধরনের একটি আয়োজনের উদ্যোগ নেয়ায় বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক খান মোহাম্মদ আনওয়ারুস সালাম সকলকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এসজেডএম