ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেনক্স'র মাধ্যমে আজকের ডিলে জাপানী বিনিয়োগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
ফেনক্স'র মাধ্যমে আজকের ডিলে জাপানী বিনিয়োগ

সিলিকনভ্যালি ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি 'ফেনক্স' এর মাধ্যমে দেশের জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস AjkerDeal.com -এ বিনিয়োগ করেছে জাপানী প্রযুক্তি প্রতিষ্ঠান 'ইনোটেক কর্পোরেশন। স্থানীয় কোনো ই-কমার্স প্রতিষ্ঠানে সবচেয়ে বড় অংকের বিনিয়োগ এটি।

 

সোমবার (২৭ জুন) ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই বিনিয়োগের খবর যৌথভাবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের ডিলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর এবং ফেনক্স‘র জেনারেল পার্টনার ও বেসিসের বিদায়ী সভাপতি শামীম আহসান, বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'ইনোটেক কর্পোরেশন'র প্রধান নির্বাহী  'তোশিকো অনু' এবং ফেনক্স’র অন্য পার্টনার আবুল নুরুজ্জামান।

অনুষ্ঠানে ফাহিম মাশরুর  বলেন, স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে আজকের ডিলের বর্তমান সাফল্য ও  সক্ষমতা, এবং ভবিষ্যতের সম্ভবনার ব্যাপারে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার বহিঃপ্রকাশই প্রমাণ করে এই বিনিয়োগ। এই মার্কেটপ্লেস প্লাটফর্মের সেবা ক্রেতা ও বিক্রেতাদের জন্য আরোও উন্নত পর্যায়ে নিয়ে যেতে বিনিয়োগ ব্যবহার করা হবে।

তিনি জানান, বর্তমানে ২ হাজার ছোট ও মাঝারি বিক্রেতা  আজকের ডিলের মাধ্যমে দেশব্যাপী কয়েক লক্ষ ক্রেতার কাছে  নিয়মিত পণ্য বিক্রি করছে।

বক্তব্যে শামীম আহসান বলেন, প্রযুক্তি খাতের উন্নয়নে ও স্টার্টআপ ইকো সিস্টেম তৈরি করতে ফেনক্স প্রতিজ্ঞাবদ্ধ।  ফেনক্সের তত্বাবধায়নে ভবিষ্যতে এরকম আরো বিনিয়োগ বাংলাদেশের ইন্টারনেট ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হবে। এই ধরণের বিনিয়োগ দেশীয় ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে বিদেশি প্রতিষ্ঠানের সাথে সফলভাবে প্রতিযোগিতা করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।