ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ভ্যাস’ সেবায় রাজস্ব ভাগাভাগি অপরিবর্তিত থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
‘ভ্যাস’ সেবায় রাজস্ব ভাগাভাগি অপরিবর্তিত থাকবে

ঢাকা: মোবাইল ফোন অপারটেরদের ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) সেবায় রাজস্ব ভাগাভাগি কাঠামো অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বুধবার (২৯ জুন) বিটিআরসি থেকে এ সংক্রান্ত এক চিঠিতে ভ্যাস নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত তা অপরিবর্তিত রাখতে নির্দেশনা দেওয়া হয়।

যুগোপযোগী ভ্যালু অ্যাডেড সার্ভিস গাইডলাইন প্রণয়নকল্পে প্রয়োজনীয় খসড়া বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিবেচনাধীন রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গাইডলাইন চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিদ্যমান রাজস্ব ভাগাভাগির হার অপরিবর্তিত রাখার জন্য বলা হয়।

ভ্যাস নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত মোবাইল ফোন অপারটেররা ভ্যাস সেবায় রাজস্ব ভাগাভাগি কাঠামোয় কোনো পরিবতর্ন আনতে পারবে না বলে সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী তারান হালিম।
 
সম্প্রতি অপারেটররা ভ্যাসের জন্য যারা কনটেন্ট সরবরাহ করছে তাদের অংশ কোনো কোনো ক্ষেত্রে ২০ থেকে ১৫ শতাংশ কমানোর ঘোষণা দেয়।

ভ্যাস নীতিমালা চূড়ান্ত করতে মতামত নেওয়ার জন্য খসড়াটি বিটিআরসি’র ওয়েবসাইটে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।