ক্লাউড সল্যুশন প্রোভাইডার (সিএসপি) কার্যক্রমে ক্রেয়ন সফটওয়্যার এক্সপার্ট ইন্ডিয়াকে সহযোগি হিসেবে নিযুক্তের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, এখন থেকে ক্রেয়ন ভারতীয় ক্রেতাদের মাইক্রোসফট ক্লাউড-বেজড টেকনোলজি সল্যুশন যেমন মাইক্রোসফট অজুর, মাইক্রোসফট অফিস ৩৬৫, উইন্ডোজ ইন্তিউন এবং এন্টারপ্রাইজ মবিলিটি সাবস্ক্রিপশনে প্রযুক্তিগত সমাধান দিয়ে সহযোগিতা করবে।
এই অংশীদারিত্বের অর্থ ক্রেয়ন তার নিজস্বতা দিয়ে গ্রাহকদের জীবনপ্রণালীকে পরিপূর্ণ করে তুলবে। আর যেটা হবে সম্মিলিতভাবে গ্রাহকদের জন্য পছন্দসই সমাধান। একইসঙ্গে গ্রাহকদের জন্য মাইক্রোসফট ক্লাউডের অফারগুলোতে নিয়মতান্ত্রিক প্রত্যক্ষ সহযোগিতা থাকবে ক্রেয়নের।
মাইক্রোসফট ইন্ডিয়ার বিজনেস ডেভলপমেন্ট বিভাগের পরিচালক মনোহর হোঁটচণ্ডার প্রত্যাশা, ছোট এবং মাঝারি ব্যাবসার (এসএমবি) মধ্যে ক্লাউডের গ্রহণযোগ্যতাকে তরান্বিত করা এবং এন্টারপ্রাইজ-গ্রেড প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদেরকে সর্বো্চ্চ প্রযুক্তির দারপ্রান্তে প্রান্তে পৌছে দিতে সক্ষমতাগুলো ব্যবহার করে উপযুক্ত অফার দেবে ক্রেয়ন।
এছাড়াও মাইক্রোসফটের ক্লাউড সেবাগুলো প্রদানের ক্ষেত্রে সঠিকভাবে পরিচালনা করতে পারবে।
ক্রেয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকাশ ভোঁসলে বলেন , মাইক্রোসফটের ক্লাউড সেবা আর ভারতজুড়ে ক্রেয়নের সফলতা যা গ্রাহকদের মাঝে এন্টারপ্রাইজ গ্রেড ক্লাউড সলিউশন সরবরাহে ভূমিকা রাখবে। একইসময়ে গ্রাহকদের ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী মানানসই ও নমনীয় কর্মপরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন সিইও।
২০১৫ সালে মাইক্রোসফট সিএসপি প্রোগ্রাম চালু হয় ভারতে। সফটওয়্যার জায়ান্টের এখানে রেডিংটন ইন্ডিয়া এবং ইনগ্রাম মাইক্রো নামের সিএসপি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এমএলএ/এসজেডএম