ঢাকা: সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কক্ষে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার মহাকাশযান ‘জুনো’র প্রবেশ উপলক্ষে বিশেষ ডুডল করেছে গুগল।
‘জুনো রিচেস জুপিটার’ নামে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের তৈরি ডুডলের বিষয়ে এক বিবৃতিতে তারা জানায়, ‘মানবসভ্যতার এ অর্জন বিশেষভাবে পালনে গুগল ডুডল।
২০১১ সালের ৫ আগস্ট যাত্রা শুরু করে ৫ জুলাই (মঙ্গলবার) বৃহস্পতির কক্ষ ছুঁয়েছে মহাকাশযানটি।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
জেডএস