ঢাকা: দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় টেলিযোগাযোগ প্রযুক্তি সরবরাহের অনন্য স্বীকৃতিস্বরূপ হুয়াওয়ে, ওরিস্যা উইকম ও এরিকসনকে ‘আজিয়াটা সাপ্লায়ার অ্যাওয়ার্ড’ দিয়েছে আজিয়াটা গ্রুপ বারহাদ।
সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজিয়াটা টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ওই তিন কোম্পানির কর্মকর্তাদের হাতে পুরষ্কার তুলে দেন আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার তান শ্রী জামালউদিন ইব্রাহিম।
মঙ্গলবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রবি।
বাংলাদেশে টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠার রবি’র মূল কোম্পানি আজিয়াটা।
জামালউদিন বলেন, আঞ্চলিক টেলিযোগাযোগে চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ায় ২৯ কোটি গ্রাহককে সেবা প্রদান করছে আজিয়াটা। বিশ্বমানের প্রযুক্তি ও সরঞ্জাম যোগান দিয়ে সরবরাহকারীরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। আমাদের যোগানদাতাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও উৎকর্ষ বৃদ্ধির সাফল্য উদযাপনে আজিয়াটা সাপ্লায়ার অ্যাওয়ার্ডটি প্রবর্তন করা হয়েছে।
তিনি বলেন, সরবরাহকারীদের জন্য আমরা একটি গ্রুপ-ওয়াইড আজিয়াটা প্রকিউরমেন্ট সেন্টার তৈরি করেছি। এটি তাদের সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে। এশিয়ায় আমাদের সবগুলো বাজারে সরবরাহ কার্যক্রম পরিচালনায় উন্নত সেবা নিশ্চিত করতে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।
চারটি বিষয়কে সামনে রেখে আজিয়াটা সাপ্লায়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এগুলো হলো- চুক্তি অনুযায়ী সেবা ও পণ্য প্রদান, মান ও পরিচালনগত দক্ষতা, নৈতিকতা ও টেকসই কার্যক্রম এবং কর্মকৌশল ও বাস্তবায়ন পরিকল্পনা। আজিয়াটার কর্মকৌশলও এ ভিত্তিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রযুক্তিপণ্যের যোগানদাতা হিসেবে হুয়াওয়ে আজিয়াটার সব অপারেটিং কোম্পানি ও ব্যবসায়িক কার্যক্রমে তাদের সাফল্য দেখিয়েছে। এটি একই সঙ্গে নেটওয়ার্ক ও আইটি উভয় ক্ষেত্রেই আজিয়াটার ব্যবসা পরিচালনায় সফল সহযোগী হিসেবে কাজ করেছে।
ওরিস্যা উইকম নামে মালয়েশিয়ান একটি ব্যবসা প্রতিষ্ঠান ২০১৪ সালে ইডটকো গ্রুপ এসডিএন বারহাদের জন্য আজিয়াটার সাপ্লায়ার বেইজে যুক্ত হয়। ইডটকো আজিয়াটার টেলিযোগাযোগ অবকাঠামো সেবা কোম্পানি যা এশিয়ার ছয়টি মার্কেটে কার্যক্রম পরিচালনা করে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বা রিমোটের মাধ্যমে ইডটকোর টাওয়ার পর্যবেক্ষণের জন্য ইকো স্থাপনে সহযোগী হিসেবে কাজ করেছে ওরিসা উইকম।
অন্যদিকে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালয়েশিয়ায় আজিয়াটার কার্যক্রমে কৌশলগত প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এরিকসন গ্রুপভিত্তিক মূল্যায়নে সামগ্রিকভাবে ভালো ফলাফল করেছে। আজিয়াটার অপারেটিং কোম্পানিগুলোতে নেটওয়ার্ক ক্যাটাগরিতে তাদের সাফল্য দেখিয়েছে এরিকসন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এমআইএইচ/জেডএস