ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পলক-হর্ষবর্ধন বৈঠক, আইসিটি সহযোগিতায় সম্মতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
পলক-হর্ষবর্ধন বৈঠক, আইসিটি সহযোগিতায় সম্মতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

মঙ্গলবার (১৯ জুলাই) আগারগাঁওয়ে প্রতিমন্ত্রীর দফতরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সমন্বয়ে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করার বিষয়ে একমত পোষণ করেন উভয়ে।

এছাড়াও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আওতায় নিয়মিত বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে তথ্যপ্রযুক্তির টেকসই বিস্তারে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত।

ই-কমার্স, সাইবার নিরাপত্তা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন, আইটিইএস, শিক্ষাসহ তথ্যপ্রযুক্তির সামগ্রিক বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

তথ্যপ্রযুক্তি খাতে ভারতের ১০০ বিলিয়ন ডলার রফতানির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের ৫ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্য বলে তরুণদের ভূয়সী প্রশংসা করেন।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভারত সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে ভবিষ্যতেও নতুনদ্বার উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন শ্রিংলা।

এ সময় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদশে হাইটেক পার্ক অথরিটি’র এমডি হোসনে আরা বেগম,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এমআইএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।