ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রিয়েলভিউ’র চ্যানেল তালিকায় ট্রাভেল এক্সপি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
রিয়েলভিউ’র চ্যানেল তালিকায় ট্রাভেল এক্সপি

দেশীয় দর্শকদের মানসম্পন্ন ট্রাভেল কনটেন্ট দেখার সুযোগ করে দিতে বিশ্বের শীর্ষস্থানীয় ভ্রমণ চ্যানেল ট্রাভেলএক্সপি’কে চ্যানেলের তালিকায় যুক্ত করল দেশের প্রথম ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রিয়েলভিউ।

এর ফলে ৪০টিরও বেশী দেশে ধারণকৃত বিশ্বের বিভিন্ন ভ্রমণ গন্তব্যের বৈচিত্রময় ভ্রমণ কনটেন্ট দেখতে পারবেন দর্শকরা।

বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের মালিকানায় ও পরিচালনায় রিয়েলভিউ দর্শকদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি নতুন নতুন চ্যানেল সংযোজনের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মাসে ৩০০ টাকার বিনিময়ে গ্রাহকদেরকে দেশীয় ২৬টি চ্যানেলসহ শতাধিক চ্যানেলে গুণগতমানের ছবি ও শব্দ নিশ্চিত করছে রিয়েলভিউ। এর মধ্যে ০৫টি চ্যানেল এইচডি।

রিয়েলভিউ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমিত্রি লেপিস্কি বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক ভ্রমণ পিপাসু দর্শক রয়েছেন। ট্রাভেলএক্সপি তাদের উৎসাহ ও আকাঙ্খা পূরণ করতে সক্ষম হবে।

ট্রাভেলএক্সপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চোঠানি বলেন, সারাবিশ্বের ভ্রমণপিপাসু দর্শকদের কাছে পৌঁছানোর যে লক্ষ্য আমাদের রয়েছে, বাংলাদেশের রিয়েলভিউয়ে ট্রাভেলএক্সপি’র যাত্রা শুরু করায় তা একটি মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশের দর্শকদের জন্য লোকালাইজড কনটেন্ট উপস্থাপনের পাশাপাশি এই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।

এদিকে উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পর বাংলাদেশেও ট্রাভেলএক্সপির অবস্থান সুদৃড় হলো বলে মনে করছেন রিয়েলভিউ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।