ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপস্টোরের সমস্ত রেকর্ড ভেঙ্গে এগিয়ে ‘পোকেমন গো’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
অ্যাপস্টোরের সমস্ত রেকর্ড ভেঙ্গে এগিয়ে ‘পোকেমন গো’

অ্যাপলের অ্যাপ স্টোরে প্রকাশের প্রথম সপ্তাহেই পূর্বের সমস্ত ডাউনলোডের রেকর্ড ভেঙ্গে এগিয়ে আছে ‘পোকেমন গো’। অথচ পোকেমন গো নামের সমালোচিত এই গেমটি এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশে মুক্তি পেয়েছে।

 

প্রথমদিকে যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আর এরইমধ্যে কানাডা ও জাপানে এর মুক্তি দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। মাত্র এই কয়টি দেশ আর এতো কম সময়ে পোকেমন যে কতোটা জনপ্রিয় হয়ে উঠতে পেরেছে তাই এখানে সুস্পষ্টভাবে প্রমাণ করছে।

অ্যাপস্টোরে গেমটির এই অসম্ভব চাহিদার কথাটি অ্যাপল গর্বের সঙ্গেই প্রকাশ করেছে। কিন্তু কতবার ডাউনলোড হয়েছে তা উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে সংখ্যাটি হবে বিপুল।  

অ্যাপস্টোরের যাত্রা কাল হবে ৮ বছরের বেশি। এ সময়টার মধ্যে রেকর্ড করা অ্যাপসগুলোর তালিকায় নাম এসেছে ভার্চূয়াল রিয়েলিটি প্রযুক্তির এই গেমের।
অনেক অ্যাপই বাজার মাত করলেও পোকেমন গো এর মত এমন ঈর্ষনীয় জনপ্রিয়তা আগে কেউ পায়নি। অন্যান্য দেশেও গেমটির প্রকাশের কাজ চলমান রয়েছে।  

এদিকে আবার অ্যাপস্টোরে পোকেমনের পেছনে দ্বিতীয় জনপ্রিয় অ্যাপের যায়গাটি দখলে নিয়েছে ফটো এডিটিং অ্যাপ ‘প্রিজমা’।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬

এমএডি/এসজেডএম


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।