ঢাকা: চীনা প্রযুক্তিপণ্য ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই জানিয়েছে, চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকিতে কোম্পানির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে।
হুয়াই জানায়, চলতি বছরের জানুয়ারি-জুন অর্ধবার্ষিকিতে মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার সাতশ’ কোটি ডলার (৩৭ বিলিয়ন)।
শীর্ষ তৃতীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই’র অবস্থান স্যামসাং এবং অ্যাপলের পড়ে হলেও বিশ্বের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন ফার্মের একটি রয়েছে হুয়াই’র।
কম মূল্যের স্মার্টফোনে ক্রেতা আকর্ষণে সক্ষম হলেও হুয়াই’র হ্যান্ডসেটের তালিকায় দামি স্মার্টফোনও রয়েছে। স্মার্টফোন ছাড়াও অন্যান্য ব্যবসায় কোম্পানির সাফল্য অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেডএস