ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫৫০ টাকায় ৪জিবি পেনড্রাইভ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১
৫৫০ টাকায় ৪জিবি পেনড্রাইভ

বিখ্যাত এ-ডেটা ব্র্যান্ডের ক্যসিক সিরিজির পেন ড্রাইভ এখন দেশে পাওয়া যাচ্ছে। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।



সি০০৮ মডেলের পেন ড্রাইভ মূলত ক্যাপলেস ডিজাইনের ইউএসবি পেন ড্রাইভ। স্লাইড বাটনযুক্ত ইউএসবি ২.০ ইন্টারফেসের এ পেন ড্রাইভটি স্ক্র্যাচ প্রুফ এবং ডাস্ট প্রুফ। একে চাবির রিঙ, মোবাইল ফোন বা হাত ব্যাগের সঙ্গে আটকিয়ে রাখা যায়।

ফলে গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইল বিনিময়ের পাশাপাশি এটি স্টাইল ও ফ্যাশনে নতুন পরিচয়। এ মুহূর্তে ৪ জিবি, ৮ জিবি এবং ১৬ জিবি পেন ড্রাইভের দাম যথাক্রমে ৫৫০, ৯০০ এবং ১৭৫০ টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৭১৩২৫৭৯০৪, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ১৯১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।