ঢাকা: টানা দ্বিতীয় প্রান্তিকে আইফোন বিক্রি কমে যাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ ধারাবাহিকতায় পরবর্তী প্রান্তিকেও বিক্রি কমবে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ।
অ্যাপল জানায়, দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আইফোন বিক্রি কমেছে ১৫ শতাংশ। তবে কোম্পানিটি তাদের আশার চেয়ে কিছু বেশি ৪ কোটি ৪ লাখ (৪০.৪ মিলিয়ন) হ্যান্ডসেট বিক্রি করেছে।
২০০৭ সালের পর থেকেই প্রতি বছর বাজারে আসা নতুন আইফোনের দ্বিতীয় প্রান্তিক থেকে চাহিদা কমতে থাকে। যা কোম্পানির মুনাফায় প্রভাব ফেলে।
এদিকে, বিক্রি কমে যাওয়ায় তৃতীয় প্রান্তিকে অ্যাপলের লভ্যাংশ কমেছে ২৭ শতাংশ, যেখানে মুনাফা কমেছে প্রায় ১৫ শতাংশ। অ্যাপলের মুনাফার দুই-তৃতীয়াংশ অবদান আইফোনের।
আর মুনাফা কমে যাওয়ার পেছনে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও গ্রাহকরা তাদের হ্যান্ডসেট আপগ্রেড থেকে বিরত থাকাকে কারণ হিসেবে উল্লেখ করেছে অ্যাপল।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জেডএস