ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অধিগ্রহণ, বিনিয়োগে অ্যাপলের মনোযোগ

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
অধিগ্রহণ, বিনিয়োগে অ্যাপলের মনোযোগ

সাধারণত প্রতি ৩ থেকে ৪ সপ্তাহ অন্তর নতুন কোম্পানি কিনে থাকে অ্যাপল। হয়ত সেই সামর্থে্য এখন মন্দাভাব যাচ্ছে।

ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে এমন আভাসই দিয়েছেন প্রতিষ্ঠানের সিইও টিম কুক। তবে যেটাই ঘটুক অধিগ্রহণ আর বিনিয়োগ থেকে সহসাই সরে আসছেনা অ্যাপল।  

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বিবরণী অনুযায়ী বিনিয়োগ ও অধিগ্রহণের জন্য অ্যাপলের ব্যয়ের পরিমান কয়েক বিলিয়ন ডলার। যে কারণে বেশ কিছু বড় বিনিয়োগ হাতছাড়া করতে হয়েছে।

অ্যাপলের সিএফও এর ভাষ্য, ‘শুধু এই প্রান্তিকেই চীনের চুক্সিং’এ আমরা এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি এবং তিনটি অধিগ্রহনের কাজ সম্পন্ন করেছি। মূলধন থেকে ব্যয়কৃত অর্থের পরিমান ৪.২ বিলিয়ন ডলার।

টিম কুক বলেন, গবেষণার উন্নয়নে অ্যাপল কাজ করছে। এছাড়া ব্যবসায় আমরা অবশ্যই প্রচুর অর্থ বিনিয়োগ করতে চাই।

যেটি গবেষণা , উন্নয়ন  এবং পণ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে। কেননা এটাই আমাদের পুঁজির মূল উৎস।

বর্ণনায় কুক আরো বলেন, প্রতিষ্ঠানের বাইরেও আমাদের নজর আছে। এজন্য ক্রমান্বয়ে সেরা মেধাবী ও সম্পদের অপেক্ষা করছি। আর প্রতি ৩ থেকে ৪ সপ্তাহে নতুন যে কোম্পানি কিনছি তার ধারাবাহিতা ধরে রাখতে চাই। কারণ এভাবেই বেশ কিছু সেরা সেরা অর্জন হয়েছে। আমাদের এসব পরিকল্পনা অযৌক্তিক নয়, গ্রাহকদের জন্য প্রতিনিয়ত আধুনিক কিছুই খুঁজছি।  

এর সাথে আরো যোগ করেন , বিনিয়োগের ক্ষেত্রে আমাদের দীর্ঘ ইতিহাস নেই। প্রথমদিকে এআরএম সহ কিছু প্রতিষ্ঠানে বিনিয়োগ  করেছি। চীনের বাজার সম্পর্কে ইতোমধ্যে ভাল ধারণা হয়েছে এরপরও সম্প্রতি দিদি চুক্সিং’র সঙ্গে যুক্ত হয়েছি। দিদি’র এখানে একটা দারুণ টিম আছে।

তাছাড়া আমাদের কৌশলগত যে বিষয়গুলো আছে তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পুরো সময়টা ধরে কাজ করতে সাহায্য করবে। সেইসাথে ব্যবসার অনেক কিছু শিখতে পারবো।

টিম কুক গেম আবহে বিশ্ব আলোচিত পোকেমন গো’র প্রশংসা করে বলেন এটি দারুণ এপ্লিকেশন। এই এপ্লিকেশনে অ্যাপলের নিয়মিত বিনিয়োগের ইচ্ছা রয়েছে। আমাদের পণ্যে পোকেমনের মতো জনপ্রিয় অন্যান্য অ্যাপও ভালভাবে উপভোগের দিকটা নিশ্চিত করতে চাই। অগমেন্টেড রিয়েলিটিতেও আমরা এগিয়ে। লক্ষ্য করা যাচ্ছে মানুষ তথ্যপ্রযুক্তি শিল্পে নতুন প্লাটফর্ম খুঁজছে। সেক্ষত্রে অগমেন্টেড রিয়েলিটি (এআর) এর প্রত্যাশা এবং সম্ভাবনা অনেক বেশী। তাই আধুনিক এই প্রযুক্তির বিষয়টি নিয়ে আমরা ভাবছি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এমএএ/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।