অ্যাপ ভান্ডারে যদিও ফ্রি কল করার অ্যাপের অভাব নেই। মোবাইল ফোনের বিলের খরচ কমাতে অনেকেই এসব অ্যাপ ব্যবহার করে থাকেন।
আর টেলিফোন নাম্বারে যদি কল করা হয় সেক্ষেত্রে ব্যবহারকারীকে নুন্যতম টাকা পরিশোধ করতে হয়। অনেক জনপ্রিয় ফ্রি ভয়েস কলিং অ্যাপেও রয়েছে কিছু অসুবিধা।
তাই একেবারে ফ্রি কলিং সুবিধা পেতে বেছে নেয়া যেতে পারে নানু’কে।
ভয়েস কলিং এই অ্যাপ নির্মাতার দাবি বাজারের অন্যান্য অ্যাপের তুলনায় এর ব্র্যান্ডউইথ খরচ অনেক কম। এতে বিশেষ ধরনের একটি ফিচার রয়েছে যা ব্যবহারকারীকে ফ্রি কলিং’র সুবিধা দেয়।
সহজ পদ্ধতির এই অ্যাপ ব্যবহারকারীরা প্রতিদিন কিছু ফ্রি ক্রেডিটও পান। যা দিয়ে পরবর্তীতে ল্যান্ডলাইন কিংবা মোবাইলে ফোন করা যায়।
যদিও ক্রেডিটের পরিমান অতিরিক্ত নয়। তবে অন্যান্য অ্যাপ ডাউনেলোড করেও পাওয়া যাবে আরো ফ্রি ক্রেডিট।
বলা হচ্ছে, মোবাইল ডেটা পরিশোধের জন্য ফ্রি রিচার্জ সুবিধার মতো এটি। কিন্তু মনে রাখা ভালো যে প্রাপ্ত ক্রেডিট কেবল নানুতে ব্যবহারযোগ্য এবং ফ্রি ক্রেডিট গচ্ছিত রাখা যাবেনা।
ভয়েস কলিং অ্যাপের কলের মানও খুব ভাল বলে নিশ্চিত করা হয়েছে।
অ্যাপের ইন্টারফেসও বেশ সুবিন্যস্ত। ফলে চালু করার সাথে সাথে সাম্প্রতিক কলগুলো প্রদর্শিত হয় এবং কাউকে কল দিতে চাইলে সরাসরি ডায়ালারে ঢোকা যায়। সেইসাথে ক্রেডিট ব্যালেন্স শো করে।
থ্রিজি, ফোরজি এমনকি টুজি নেটওয়ার্কেও কলের মান খুব বেশি ভাল বলে নিশ্চিত করা হয়েছে।
নানুর দাবি এটি অন্যান্য ভিওআইপি প্লাটফর্ম যেমন স্কাইপে এবং ভাইবারের তুলনায় ৮০ শতাংশ কম ডাটা খরচ করে। প্রতি মিনিটে ১০৫কেবি ডাটা ব্যবহার করে এটি।
তবে তুমি কাউকে কল দিলে কল রিসিভ না হওয়া পর্যন্ত একটি বিজ্ঞাপন শুনতে হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপটি সর্বত্র ব্যবহারকারীদের জন্য ছাড়া হয়েছে।
বর্তমানে অ্যাপটিকে অনেকেই প্রশসংসা করছে আবার অ্যাডের সাথে নিয়মিত সম্পর্কের বিষয়টাকে নেতিবাচক বলে মন্তব্যও করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এসজেডএম